বঙ্গবাণী
১.‘কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস’ — এখানে কাদের কথা বলা হয়েছে?
ক. অশিক্ষিত লোকজন
খ. অর্ধশিক্ষিত
গ. বাংলাভাষী লোকজন
ঘ. সাধারণ লোকজন
২. কবি কাদের ইচ্ছায় বাংলা ভাষায় কাব্য রচনায় নিয়োজিত হয়েছেন?
ক. যাদের কিতাব পড়ার অভ্যাস নেই
খ. যারা সমাজের হর্তাকর্তা
গ. কৃষকশ্রেণির মানুষদের
ঘ. জমিদারশ্রেণির মানুষদের
৩. কবি বংশপরম্পরায় কোথাকার অধিবাসী?
ক. ভারতের খ. পাকিস্তানের
গ. বাংলাদেশের ঘ. নেপালের
৪. ‘নিবেদি’ বলতে কবি কী বুঝিয়েছেন?
ক. নিবিয়ে দিই
খ. নিয়োজিত করি
গ. বেদি বা প্রাচীরবিহীন
ঘ. লেখালেখি করি
৫. কবি বাংলায় কাব্য রচনা করেছেন কেন?
ক. তিনি বাঙালি বলে
খ. সাধারণ মানুষের ভাষা বলে
গ. সাহিত্যচর্চার নিয়ম বলে
ঘ. জমিদারদের খুশি করতে
৬. কবি কিসের দ্বারা সবাইকে তুষ্ট করেন?
ক. কবিতা রচনা করে
খ. গান রচনা করে
গ. বাংলায় কাব্য রচনা করে
ঘ. হিন্দিতে কাব্য রচনা করে
৭. কবির পরিশ্রমে সন্তুষ্ট হয় কারা?
ক. জমিদারেরা খ. কৃষকেরা
গ. শ্রমিকেরা ঘ. সবাই
৮. কোন ভাষার শাস্ত্রের প্রতি কবির কোনো রাগ নেই?
ক. আরবি–ফারসি খ. বাংলা–হিন্দি
গ. বাংলা–সংস্কৃত ঘ. আরবি–বাংলা
৯. কোন ভাষা মানুষ ভালোভাবে বুঝতে পারে?
ক. বাংলা ভাষা খ. সংস্কৃত ভাষা
গ. বিদেশি ভাষা ঘ. দেশি ভাষা
১০. কবিতায় ‘হিংসে’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. হিংসা খ. অবজ্ঞা
গ. ক্রোধ ঘ. বিনয়
সঠিক উত্তর
বঙ্গবাণী: ১.ক ২.ক ৩.গ ৪.খ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.ক ৯.ঘ ১০.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা