এসএসসি ২০২২ - ফিন্যান্স ও ব্যাংকিং | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

৩১. কেন একটি ব্যবসাপ্রতিষ্ঠান পূর্বপরিকল্পনা করে থাকে?

ক. হিসাবরক্ষণ খ. অর্থায়ন

গ. ব্যাংক সুদ ঘ. পরিচালন দক্ষতা

৩২. বেশি লাভের আশায় বেশি বিনিয়োগ করলে কোনটি ঘটবে?

ক. ব্যাংক থেকে প্রাপ্য আয় বাড়বে

খ. নগদ অর্থের ঘাটতি হবে

গ. অধিক মুনাফা অর্জিত হবে

ঘ. মুনাফা হ্রাস পাবে

৩৩. কোন ব্যবসায়ে লোকসান হলে নিজস্ব তহবিল থেকে ক্ষতিপূরণ করতে হয়?

ক. একমালিকানা খ. অংশীদারি

গ. কোম্পানি ঘ. সমবায় ব্যবসায়

৩৪. ব্যবসায়ে তহবিল সংগ্রহের প্রয়োজন পড়ে—

i. কাঁচামাল কেনার জন্য

ii. মেশিনপত্র কেনার জন্য

iii. শ্রমিকদের মজুরি প্রদানের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৫. একটি পরিবারের আয় অনুসারে ব্যয় নির্ধারণ করাকে কী বলা হয়?

ক. পারিবারিক অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. ব্যবসায় অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

৩৬. প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান মূলত কিসের সঙ্গে জড়িত?

ক. বিক্রয় খ. অর্থায়ন প্রক্রিয়া

গ. ক্রয় ঘ. উৎপাদন প্রক্রিয়া

৩৭. WTB–এর পূর্ণনাম কী?

ক. Work Trade Organization

খ. World Trade Organization

গ. World Trades Organization

ঘ. World Trading Organization

৩৮. কীভাবে একটি কোম্পানি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে?

ক. ব্যবসা করে

খ. শেয়ার লেনদেন করে

গ. শেয়ার ক্রয় করে

ঘ. শেয়ার বিক্রয় করে

৩৯. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?

ক. সমাজকল্যাণ খ. আয় কর

গ. ভর্তুকি ঘ. সহায়তা

৪০. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়ন করে?

ক. পারিবারিক খ. ব্যবসায়ী

গ. সরকারি ঘ. আন্তর্জাতিক

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.খ ৩২.খ ৩৩.ক ৩৪.ঘ ৩৫.ক ৩৬.খ ৩৭.খ ৩৮.ঘ ৩৯.ক ৪০.ঘ

মো. শফিকুল ইসলাম ভূইঞা, সিনিয়র শিক্ষক, ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন