অধ্যায় ১
২১. কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী?
ক. রাদারফোর্ড খ. ম্যাক্স প্লাঙ্ক
গ. ম্যাক্সওয়েল ঘ. আইনস্টাইন
২২. বিজ্ঞানের আসল বিষয় কী?
ক. দৃষ্টিভঙ্গি খ. গবেষণা
গ. যন্ত্রপাতি ঘ. পর্যবেক্ষণ
২৩. পদার্থবিজ্ঞানের ওপর ভিত্তি করে বিজ্ঞানের কোন শাখা দাঁড়িয়েছে?
ক. জীববিজ্ঞান খ. গণিত
গ. চিকিৎসাবিজ্ঞান ঘ. রসায়ন
২৪. বর্তমান সভ্যতার পেছনে কোনটি বড় অবদান রেখেছে?
ক. গণিত খ. রসায়ন
গ. ইলেকট্রনিকস ঘ. পদার্থবিজ্ঞান
২৫. লোডস্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন কোন বিজ্ঞানী?
ক. থেলিস খ. পিথাগোরাস
গ. ডেমোক্রিটাস ঘ. নিউটন
২৬. প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন কোন বিজ্ঞানী?
ক. পিথাগোরাস খ. থেলিস
গ. আরিস্তারাকস ঘ. কোপার্নিকাস
২৭. সঠিকভাবে পৃথিবীর ব্যাসার্ধ বের করেছিলেন কে?
ক. ইরাতোস্থিনিস খ. থেলিস
গ. নিউটন ঘ. আরিস্তারাকস
২৮. কোথায় শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করা হয়?
ক. ইউরোপ খ. আরব দেশে
গ. চীনে ঘ. ভারতবর্ষে
২৯. ‘আল জাবির’ বইটি কার লেখা?
ক. আল খোয়ারিজমি
খ. ইবনে আল হাইয়াম
গ. ওমর খৈয়াম
ঘ. আল মাসুদি
৩০. কাকে আলোকবিজ্ঞানের স্থপতি হিসেবে বিবেচনা করা হয়?
ক. শেন কুয়ো
খ. আল খোয়ারিজমি
গ. ওমর খৈয়াম
ঘ. ইবনে আল হাইয়াম
অধ্যায় ১: ২০.খ ২১.খ ২২.ক ২৩.ঘ ২৪.গ ২৫.ক ২৬.গ ২৭.ক ২৮.ঘ ২৯.ক ৩০.ঘ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা