এসএসসি ২০২২ - জীববিজ্ঞান | অধ্যায় ৪ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৪

২৫. আলো ব্যবহার করে ATP তৈরির প্রক্রিয়াকে বলে—

i. ফটোলাইসিস

ii. ফটোফসফোরাইলেশন

iii. আত্তীকরণ শক্তি

নিচের কোনটি সঠিক

ক. i খ. ii

গ. i ও iii ঘ. ii ও iii

২৬. অ্যাসিটাইল কো-এ কত কার্বনবিশিষ্ট?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

২৭. অবাত শ্বসনের ধাপ কতটি?

ক. পাঁচটি খ. চারটি

গ. তিনটি ঘ. দুটি

২৮. অবাত শ্বসন প্রক্রিয়ায় কতটি ATP উৎপন্ন হয়?

ক. ২টি খ. ১০টি

গ. ১৮টি ঘ. ২৮টি

২৯. অবাত শ্বসনে—

i. ৩৮টি ATP উৎপন্ন হয়

ii. অক্সিজেনের প্রয়োজন হয় না

iii. পাইরুভিক অ্যাসিড আংশিক জারিত হয়

নিচের কোনটি সঠিক

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩০. অ্যাডেনিনের বেস কোনটি?

ক. অক্সিজেন খ. নাইট্রোজেন

গ. কার্বন ঘ.সালফার

৩১. ‘শক্তিমুদ্রা’ বলা হয় কাকে?

ক. DNA খ. RNA

গ. ATP ঘ. CO2

৩২. কোন প্রক্রিয়ায় আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

ক. শ্বসন খ. সালোকসংশ্লেষণ

গ. প্রস্বেদন ঘ. অভিস্রবণ

৩৩. সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে CO2 ও পানি থেকে কোন জাতীয় খাদ্য উৎপাদন করে?

ক. শর্করা খ. আমিষ

গ. স্নেহ ঘ. ভিটামিন

৩৪. কোন উদ্ভিদে সালোকসংশ্লেষণের হার বেশি?

ক. জলজ খ. স্থলজ

গ. বায়ুপরাগী ঘ. পরগাছা

সঠিক উত্তর

অধ্যায় ৪: ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.গ ৩০.খ ৩১.গ ৩২.খ ৩৩.ক ৩৪.ক

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা