ইংরেজি ১ম পত্রের ১০০ নম্বর বিভাজনের ক্ষেত্রে একে দুটি অংশে বিভক্ত করা হয়েছে।
Part A : Reading Test (50 নম্বর)
Part B : Writing Test (50 নম্বর)
Reading Test-এর জন্য ২টি Unseen Passage দেওয়া হবে। ১ম Unseen Passage থেকে ১, ২ ও ৩ নম্বর প্রশ্ন এবং ২য় Unseen Passage থেকে ৪ ও ৫ নম্বর প্রশ্ন থাকবে।
প্রশ্ন নং ১: Multiple choice Question :
প্রদত্ত ১ম Passage/Text-এর ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করার জন্য এই অংশে ৭টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য ৪টি করে সম্ভাব্য বিকল্প উত্তর দেওয়া থাকবে। বিকল্প উত্তরগুলোর মধ্যে থাকা সর্বাপেক্ষা সঠিক উত্তরটি বাছাই করতে হবে। তারপর উত্তরপত্রে শুধু সঠিক উত্তরটিই লিখতে হবে।
প্রশ্ন নং ২: Answering question : এই প্রশ্নটি শিক্ষার্থীদের অনুধাবনক্ষমতা যাচাই করার উদ্দেশ্যে দেওয়া হয়েছে। প্রথম Unseen Passage থেকে ৫টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রশ্নগুলোর উত্তর হবে যথাযথ এতে নিজস্বতা বা মৌলিকত্ব থাকতে হবে ও প্রদত্ত প্যাসেজ থেকে হুবহু কোনো বাক্য তুলে দেওয়া ঠিক হবে না।
প্রশ্ন নং ৩: Summary writing : এ ক্ষেত্রে প্রথম Unseen Passage টি ভালোভাবে অনুধাবন করে এর Summary লিখতে হবে। Summary টি প্রদত্ত প্যাসেজের এক-তৃতীয়াংশ হতে হবে। Summary-তে বাক্যগুলো Passage থেকে সরাসরি নেওয়া যাবে না। উদাহরণ, ব্যাখ্যা, তুলনা, পার্থক্য ইত্যাদি বর্জন করতে হবে।
প্রশ্ন নং ৪: Information Transfer : প্রদত্ত ২য় Unseen Passage থেকে ভিন্ন আঙ্গিকে শিক্ষার্থীদের তথ্য উপস্থাপন করতে বলা হবে। একটি Substitution Table থাকবে। Table-এ ৫টি gap থাকবে।
প্রশ্ন নং ৫: Gap filling without clues : এ ক্ষেত্রে প্রদত্ত ২য় Unseen Passage-এর ওপর ভিত্তি করে ৫টি শূন্যস্থানসহ একটি Paragraph থাকবে। শূন্যস্থান পূরণের জন্য কোনো clue বা সূত্র দেওয়া থাকবে না।
প্রশ্ন নং ৬: Matching sentences : এ প্রশ্নে দুটি Column থাকবে। প্রথম Column-এ পাঁচটি এবং দ্বিতীয় কলামে ৭টি বাক্যাংশ থাকবে। খুব ভালো করে পড়ে পাঁচটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে।
প্রশ্ন নং ৭: Re-arranging sentences : এ ক্ষেত্রে ৮টি বাক্য এলোমেলোভাবে থাকবে। বাক্যগুলোকে ধারাবাহিকভাবে সাজাবে। উত্তরপত্রে সম্পূর্ণ বাক্য না লিখে ধারাবাহিকভাবে Number-গুলো সাজালেই চলবে। যতগুলো বাক্য সঠিক নিয়মে সাজাতে পারবে, তার প্রতিটির জন্য নম্বর পাবে।
প্রশ্ন নং ৮: Writing Paragraph answering : একটি বিষয়কে কেন্দ্র করে কয়েকটি প্রশ্ন থাকবে। প্রদত্ত প্রশ্নগুলোর ওপর ভিত্তি করে ২৫০ শব্দের মধ্যে একটি Paragraph লিখতে হবে। Paragraph-এর জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে।
প্রশ্ন নং ৯: Completing a story : একটি Incomplete story-কে পূর্ণ করতে হবে। সূচনা অংশটি দেখে তার সঙ্গে মিল রেখে গল্পটি শেষ করতে হবে।
প্রশ্ন নং ১০: Describing graphs and charts : এই অংশে কিছু তথ্য ও উপাত্তসংবলিত একটি Graph অথবা Chart থাকবে। তথ্য ও উপাত্তগুলো বিশ্লেষণের মাধ্যমে একটি Paragraph লিখতে হবে। এর জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে।
প্রশ্ন নং ১১: Informal letter : শিক্ষার্থীদের সহজ ও সাবলীল ভাষায় একটি ব্যক্তিগত পত্র লিখতে বলা হবে। এর জন্য ১০ নম্বর বরাদ্দ থাকবে।
প্রশ্ন নং ১২: Dialogue : এ পক্ষত্রে দৈনন্দিন জীবন ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে একটি Dialogue লিখতে বলা হবে।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা।