আই-জিনিয়াস মাস্টার ব্লগ

.
.

বন্ধুরা,
ইন্টারনেট উৎসব নিয়ে আমরা সবাই ব্যস্ত সময় পার করছি। গ্রামীণফোন-প্রথম আলোর শতাধিক মানুষ এই প্রচেষ্টাকে সফল করার জন্য কাজ করে যাচ্ছে।
এবার প্রতিটি আই-ক্যাম্প থেকে একজন করে আই-ক্যাপ্টেন নির্বাচন করা হচ্ছে। আর নির্বাচনের ক্ষেত্রে ইন্টারনেটের দক্ষতাকেই মাপকাঠি হিসেবে বেছে নেওয়া হয়েছে। যারা আই-ক্যাপ্টেন নির্বাচিত হয়েছ, তোমাদের অভিনন্দন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ইন্টারনেটের আলো ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তো আছেই, সঙ্গে সঙ্গে ইন্টারনেটের সুবিধা ও প্রয়োজনীয়তা সম্পর্কে সবাইকে সচেতন করে তুলবে আই-ক্যাপ্টেনরা। একটা সময় পরিবার-বন্ধুদের সঙ্গে যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হবে ইন্টারনেট। তোমার উচ্চশিক্ষার ক্ষেত্রে ইন্টারনেটই তোমাকে সবচেয়ে বেশি সহযোগিতা করবে। একটা সময় শিক্ষার সব উপকরণ, পরীক্ষা ও প্রাতিষ্ঠানিক কাজগুলো হবে ইন্টারনেটকেন্দ্রিক। তাই ইন্টারনেটের শিক্ষা অত্যন্ত জরুরি।
আসছে ইন্টারনেট উৎসবে জয়ী হতে হলে দ্রুততার সঙ্গে ইন্টারনেট ব্রাউজিং করে সঠিক উত্তর দিতে হবে। প্রতিযোগিতায় যে জয়ী হবে, তার জন্য চমক তো থাকবেই, পাশাপাশি আমরা এতটুকু নিশ্চিত, আই-জিনিয়াস গ্র্যান্ডমাস্টার হবে তরুণদের আইকন। তুমি তৈরি হচ্ছ তো?
আই-জিনিয়াস মাস্টার