ইউজিসির চেয়ারম্যান পদে কাজী শহীদুল্লাই থাকছেন
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহই থাকছেন। তাঁকে ইউজিসির চেয়ারম্যান পদে দ্বিতীয় মেয়াদে নিয়োগ দিয়েছে সরকার।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। চার বছরের প্রথম মেয়াদ আজই শেষ হওয়ার কথা ছিল। এখন আরও চার বছরের জন্য নিয়োগ পেলেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়, অধ্যাপক কাজী শহীদুল্লাহ বর্তমানে যে বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুবিধা পাচ্ছেন, দ্বিতীয় মেয়াদেও তা-ই পাবেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক কাজী শহীদুল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বও পালন করেছেন। তাঁর ভাই আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ।