গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হওয়ার সিদ্ধান্ত জগন্নাথের একাডেমিক সভায়
সমন্বিত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সভায় এই সিদ্ধান্তের পক্ষে মত দেন সভায় অংশ নেওয়া অধিকাংশ সদস্য। আর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরবর্তী সিন্ডিকেট সভায় নেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সভায় অংশ নেওয়া একাডেমি সভার সদস্য ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আইনুল ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। অধ্যাপক আইনুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। তিনি বলেন, সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার। এখন পরবর্তী ধাপ হিসেবে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নেওয়ার পক্ষে মত দিয়েছে।