সাত কলেজের সব বর্ষের পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি ৭ কলেজের ২০২৩ সালের অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষের নিয়মিত-অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ২১ অক্টোবর পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাত কলেজের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩ সালের অনার্স ১ম, ২য়, ৩য় ও ৪র্থ বর্ষ নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষায় যেসব শিক্ষার্থী এখনো ফরম পূরণ করতে পারেননি, তাঁরা ২১ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরীক্ষার ফরম পূরণের এবং কলেজ কর্তৃক ভেরিফাই করার তারিখ কলেজ অধ্যক্ষদের সুপারিশের প্রেক্ষিতে এই সময় বাড়ালো হলো। সঠিক সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার স্বার্থে এই তারিখের পর বিলম্বে ফরম পূণের সুযোগ থাকবে না। এ ক্ষেত্রে কলেজ থেকে এই তারিখের পর কোনো বিলম্ব ফরম পূরণের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

আরও পড়ুন
আরও পড়ুন