জাতীয় বিশ্ববিদ্যালয়: ২০২১ সালের প্রিলি টু মাস্টার্স পরীক্ষার সূচি প্রকাশ, নির্দেশনা জারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ছবি : সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষা আগামী ৯ অক্টোবর শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবেন। পরীক্ষা শুরু হবে বেলা একটায়। পরীক্ষা কত সময়ে হবে তা প্রশ্নপত্রে উল্লেখ থাকবে। পরীক্ষা শেষ হবে ১১ নভেম্বর।

আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাসংক্রান্ত কিছু নির্দেশনায়ও দিয়েছে। এগুলো হলো—

১.

পরীক্ষার্থীদের প্রবেশপত্র ও স্বাক্ষরলিপি সংশ্লিষ্ট কলেজ অনলাইনে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে পরীক্ষার্থী ও কেন্দ্রে সরবরাহ করবেন;

২.

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে;

৩.

ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার স্থান, তারিখ ও সময় জেনে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণভাবে পরীক্ষার্থীদের;

৪.

পরীক্ষার্থীদের রেজি. বিবরণীর একটি কপি পরীক্ষা শুরুর তিন দিন পূর্বে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দেবেন;

আরও পড়ুন

৫.

পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট –এ পাওয়া যাবে।

৬.

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার কেন্দ্র ফি বাবদ প্রাপ্ত অর্থ দ্বারা সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা পরিচালনার যাবতীয় ব্যয় নির্বাহ করবেন;

৭.

একাডেমিক কাউন্সিলের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র ফি প্রতি পরীক্ষার্থী ৪৫০/ (চার শ পঞ্চাশ) টাকার মধ্যে ৩০০/- (তিন শ) টাকা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার (যে কেন্দ্রে সংশ্লিষ্ট কলেজের পরীক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে) নিকট পরীক্ষা অনুষ্ঠানের তিন দিন পূর্বেই জমা দিতে হবে। অবশিষ্ট ১৫০/- (এক শ পঞ্চাশ) টাকা দ্বারা সংশ্লিষ্ট কলেজের পরীক্ষাসংক্রান্ত ব্যয় নির্বাহ করতে হবে।

আরও পড়ুন