শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের দাবি
শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, অবিলম্বে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণাসহ আট দফা দাবি জানিয়েছে স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশন। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন স্বাধীনতা শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রধান সমন্বয়কারী অধ্যক্ষ মো. শাহজাহান আলম। তিনি বলেন, অবিলম্বে দাবিগুলো পূরণ করা না হলে শিক্ষক সমাজ ঘরে বসে থাকবে না।
সংগঠনটির দাবিগুলোর মধ্যে রয়েছে আসন্ন ঈদের আগে পূর্ণাঙ্গ উৎসব ভাতা, পূর্ণাঙ্গ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়া; স্বীকৃতি পাওয়া সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা; অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের দুর্দশা লাঘবে শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট গঠন করা; অবসর সুবিধা বোর্ডের জন্য পর্যাপ্ত টাকা বরাদ্দ দেওয়া এবং স্কুল পর্যায়ে পরিচালনা কমিটিতে ন্যূনতম ডিগ্রি পাস ও কলেজ পর্যায়ে ন্যূনতম স্নাতকোত্তর পাস করা স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তিদের মনোনয়ন দেওয়া। এ ছাড়া শিক্ষা প্রশাসন, বিভিন্ন শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয়, শিক্ষার বিভিন্ন অধিদপ্তর ও দপ্তর থেকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের অবিলম্বে প্রত্যাহারেরও দাবি জানিয়েছে সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাজিদুল ইসলাম, সাইদুর রহমান, মেহেরুন্নেছা, আবদুল আওয়াল, মোনতাজ উদ্দিন মর্তুজা প্রমুখ।