প্রাথমিক শিক্ষা পদক পাচ্ছেন ১২৬ জন, শ্রেষ্ঠ খুলনার মুহাম্মাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
১৮টি শ্রেণিতে মোট ১২৬ জন পাচ্ছেন প্রাথমিক শিক্ষা পদক। শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে খুলনার বটিয়াঘাটা উপজেলার মুহাম্মাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজ মঙ্গলবার সচিবালয়ে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এবং এ বছরের জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধনের তথ্য জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষাসচিব ফরিদ আহাম্মদ।
বিদ্যালয়টির আশপাশে চারটি কিন্ডারগার্টেন-নার্সারি স্কুল ছিল। কিন্তু ছাত্রছাত্রী না পাওয়ার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে।ফরিদ আহাম্মদ
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪-এর উদ্বোধন অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার তিন ক্ষেত্রে ১৮টি শ্রেণিতে ১২৬ জন পদক পেয়েছেন। তাঁদের মধ্য থেকে ৫৪ জন প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করবেন। অন্যদের পদক পৌঁছে দেওয়া হবে।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হওয়া মুহাম্মাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নতির তথ্য জানাতে প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদন দেখার কথা উল্লেখ করে সচিব বলেন, আজ থেকে তিন বছর আগে এই বিদ্যালয় যখন স্থানীয় পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিল, তখন বলা হয়েছিল, গরিবের স্কুল শ্রেষ্ঠ হয়েছে। আজকে এই বিদ্যালয়ে ছাত্রছাত্রী ১ হাজার ২১৪ জন। তিন বছরে ছাত্রছাত্রী বেড়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ নিজে বিদ্যালয়টি দেখে আসার কথা জানিয়ে সচিব ফরিদ আহাম্মদ বলেন, বিদ্যালয়টির আশপাশে চারটি কিন্ডারগার্টেন-নার্সারি স্কুল ছিল। কিন্তু ছাত্রছাত্রী না পাওয়ার কারণে সেগুলো বন্ধ হয়ে গেছে।