গুচ্ছের ফাঁকা আসনে ভর্তির সুযোগ এক সপ্তাহের মধ্যে
গুচ্ছভুক্ত ২২টি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তিপ্রক্রিয়ায় ফাঁকা থাকা আসনে শিক্ষার্থী ভর্তির পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। আগামী এক সপ্তাহের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফাঁকা থাকা আসনে ভর্তির সুযোগ পাবেন মেধাতালিকায় অপেক্ষমাণ শিক্ষার্থীরা।
বর্তমানে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি হয়ে থাকা শিক্ষার্থীরাও তাঁদের পছন্দের তালিকায় থাকা অন্য বিশ্ববিদ্যালয়েও মাইগ্রেশনের সুযোগ পাবেন। এখন পর্যন্ত ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ১০০ আসন ফাঁকা রয়েছে।
গতকাল বুধবার রাতে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি কমিটির অনলাইনে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া কয়েকজন উপাচার্য প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
গুচ্ছভুক্ত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসন ফাঁকা থাকা সত্ত্বেও বর্তমানে শিক্ষার্থী ভর্তিপ্রক্রিয়া বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস-পরীক্ষা শুরু হয়ে গেছে।
গত বছরেও ফাঁকা আসনে ভর্তি নেওয়ার বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দাবি জানিয়েছিলেন। বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল।
আসন ফাঁকা না রাখার বিষয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও মতামত দেন। এবার আসন ফাঁকা না রাখার বিষয়ে পরিকল্পনা নিল কেন্দ্রীয় ভর্তিসংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত এ বিষয়ে গুচ্ছভর্তি–সংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমদ প্রথম আলোকে বলেন, ফাঁকা আসনে ভর্তি নেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। ভর্তিসংক্রান্ত কেন্দ্রীয় কমিটি সব বিশ্ববিদ্যালয়ে আসন পূরণের বিষয়ে ব্যবস্থা নেবে। মাইগ্রেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবর্তন এবং নতুন করে মেধাতালিকায় অপেক্ষমাণ শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিয়ে এই আসন পূরণ করা হবে।
কামালউদ্দীন আহমদ আরও বলেন, ‘সভায় অংশ নেওয়া গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা এই বিষয়ে একমত হয়েছেন। আমরা আশা করছি এর মাধ্যমে সব বিশ্ববিদ্যালয়ে আসন পূরণ হয়ে যাবে।’