শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীফাইল ছবি

শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা এই মুহূর্তে বিবেচনা করতে পারছি না।’

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সংঘাত-সংঘর্ষের পর বিদ্যমান পরিস্থিতি নিয়ে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক করেছেন সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেখানে উপস্থিত সাংবাদিকদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এসব কথা বলেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সংঘর্ষের ঘটনায় ১৭ জুলাই থেকে স্কুল–কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় বন্ধ আছে।

আরও পড়ুন
আরও পড়ুন

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

বৈঠকে উপস্থিত থাকা মন্ত্রীদের একজন প্রথম আলোকে বলেন, পুরো পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেছেন। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়েও আলোচনা হয়েছে।