সপ্তম শ্রেণি - বাংলা ২য় পত্র | সন্ধি : বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

সন্ধি

১১. ‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষড়+যন্ত্র খ. ষট্+যন্ত্র

গ. সৎ+যন্ত্র ঘ. স্বত+যন্ত্র

১২. ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. দিগ্+অন্ত খ. দিক্+অন্ত

গ. দি+গন্ত ঘ. দিগ্+ন্ত

১৩. ‘প্রত্যুষ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. প্রতি+ঊষ খ. প্রতি+উস

গ. প্রতি+উষ ঘ. প্রতু+উষ

১৪. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সন্+চয় খ. সম্+চয়

গ. সঙ্+চয় ঘ. সং+চয়

১৫. ‘স্বেচ্ছা’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সু+ইচ্ছা খ. স্ব+ইচ্ছা

গ. স+এচ্ছা ঘ. সে+আচ্ছা

১৬. সন্ধির প্রধান উদ্দেশ্য কী?

ক. স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা

খ. উচ্চারণের দ্রুততা

গ. আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা

ঘ. স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন

১৭. ‘সন্ধি’ - এর সন্ধি বিচ্ছেদ কী?

ক. সম+ধি খ. সম্+ধি

গ. সম+ন্ধি ঘ. সণ্+ধি

১৮. ‘নিরক্ষর’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. নির+অক্ষর খ. নি+অক্ষর

গ. নির+ক্ষর ঘ. নিঃ+অক্ষর

১৯. ‘বনস্পতি’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বনঃ+পতি খ. বনস্+পতি

গ. বন+পতি ঘ. বন+স্পতি

২০. ‘ষড়ানন’ - এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষট্+আনন খ. ষট্+আন

গ. ষড়+আনন ঘ. ষটা+আনন

সঠিক উত্তর

সন্ধি: ১১.খ ১২.খ ১৩.ক ১৪.খ ১৫.খ ১৬.ক ১৭.খ ১৮.ঘ ১৯.গ ২০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)