সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

৩১. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কত সালে মহাকাশে প্রেরণ করা হয়?

ক. ১৯৮৫ খ. ১৯৯৮

গ. ২০০৮ ঘ. ২০১৮

৩২. বঙ্গবন্ধু স্যাটেলাইট–১ কোন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়?

ক. কেনেডি মহাকাশ কেন্দ্র

খ. সুইস মহাকাশ কেন্দ্র

গ. যুক্তরাষ্ট্র মহাকাশ কেন্দ্র

ঘ. জাপান মহাকাশ কেন্দ্র

৩৩. নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

ক. ২৫ খ. ২৮

গ. ৩৫ ঘ. ৫৭

৩৪. নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব?

ক. কম্পিউটার খ. ইন্টারনেট

গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন

৩৫. ‘বিজনেস উইক’ ম্যাগাজিনে কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার বিষয়টি প্রথম কত সালে ছাপা হয়েছিল?

ক. ১৯৭৫ খ. ১৯৭৯

গ. ১৯৯৮ ঘ. ২০০৫

৩৬. নিজের ঘরে বসে স্বাধীনভাবে কাজ করে টাকা উপার্জন করতে দরকার —

i. একটি কম্পিউটার

ii. ইন্টারনেট সংযোগ

iii. তথ্য প্রযুক্তিতে দক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৭. শ্রবণপ্রতিবন্ধীরা কিসের মাধ্যমে ভাব বিনিময় করতে পারে?

ক. মোবাইল খ. এসএমএস

গ. ইন্টারনেট ঘ. নেটওয়ার্ক

৩৮. সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট কোনটি?

ক. পিকাসো খ. ইউটিউব

গ. পিপিলিকা ঘ. পিকচার

৩৯. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট কোনটি?

ক. টুইটার খ. জোম্পা

গ. ফেসবুক ঘ. মাইস্পেস

৪০. তুমি তোমার মনের ভাব ফেসবুকে প্রকাশ করলে, তা কী নামে পরিচিত হবে?

ক. এসএমএস খ. স্ট্যাটাস

গ. টুইট ঘ. প্রোফাইল

সঠিক উত্তর

অধ্যায় ১: ৩১.ঘ ৩২.ক ৩৩.ঘ ৩৪.খ ৩৫.ক ৩৬.ঘ ৩৭.খ ৩৮.খ ৩৯.গ ৪০.খ

মো. আবু সুফিয়ান, সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল ও কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)