সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

২১. ‘SMS’-এর পূর্ণরূপ কী?

ক. Short Message System

খ. Short Multimedia Service

গ. Short Message Server

ঘ. Short Message Service

২২. কার্ড কয়ভাবে পাঠানো যায়?

ক. একভাবে খ. দুইভাবে

গ. তিনভাবে ঘ. চারভাবে

২৩. সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব কোনটির মাধ্যমে?

ক. গুগল

খ. ভিডিও শেয়ারিং সাইট

গ. সামাজিক নেটওয়ার্ক

ঘ. ই-কার্ড

২৪. ফেসবুকে একটি নির্দিষ্ট উপায়ে মনের ভাব প্রকাশ করার অন্য নাম কী?

ক. স্ট্যাটাস খ. টুইট

গ. সাইট ঘ. স্ট্যান্ডার্ড

২৫. টুইটারের উদ্দেশ্য কী?

ক. ভিডিও দেখা খ. গান শোনা

গ. সংবাদ বিনিময় ঘ. সামাজিক যোগাযোগ

২৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে —

i. ই-বুক রিডারে বই পড়া যায়

ii. ইন্টারনেটে পিত্জা অর্ডার দেওয়া যায়

iii. উইকিপিডিয়াতে তথ্য অনুসন্ধান করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. যেসব কাজে ইন্টারনেট ব্যবহার করা হয় তা হলো —

i. ই-টিকিটিং

ii. ই-চিকিত্সা

iii. ই-কমার্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৮. সাধারণত কোনো কোম্পানির কল সেন্টারের কর্মীদের মূল কাজ কী?

ক. কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়া

খ. কাস্টমারের সঙ্গে গল্প করা

গ. নতুন কাস্টমার খুঁজে বের করা

ঘ. প্রোডাক্ট বিক্রয় করা

২৯. সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন সামাজিক যোগাযোগ সাইটটি?

ক. গুগল প্লাস খ. ফেসবুক

গ. টুইটার ঘ. মাইস্পেস

৩০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে —

i. দ্রুত করছে

ii. আকর্ষণীয় করছে

iii. কার্যকরী করছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.ঘ ২২.খ ২৩.গ ২৪.ক ২৫.ঘ ২৬.ঘ ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.ঘ

মো. আবু সুফিয়ান, সহকারী শিক্ষক, আইডিয়াল স্কুল ও কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)