বাগর্থ
২১. ‘অক্ষি’ শব্দের অর্থ কী?
ক. কেশ খ. চিকুর
গ. চোখ ঘ. বাহু
২২. ‘বিটপী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. স্বর্গ খ. পুষ্প
গ. বৃক্ষ ঘ. পদ্ম
২৩. ‘অশ্ম’ অর্থ কী?
ক. ঘোড়া খ. পাথর
গ. ধারালো ঘ. আশাহীন
২৪. ‘অগ্নি’ শব্দের প্রতিশব্দ কোনগুলো?
ক. অংশু, জ্যোতি খ. অতি, অতীব
গ. অংশু, কর ঘ. বহ্নি, পাবক
২৫. যখন কোনো শব্দ আরেকটি শব্দের বিপরীত অর্থ প্রকাশ করে, তখন শব্দ দুটিকে একে অন্যের কী শব্দ বলে?
ক. বিকল্প শব্দ
খ. বিপরীতার্থক
গ. সমোচ্চারিত শব্দ
ঘ. প্রতিশব্দ
২৬. একবার উচ্চারিত হলে শব্দটি যে অর্থ প্রকাশ করে, দুবার উচ্চারণে তার যে পরিবর্তিত অর্থ হয়, তাকে কী বলে?
ক. দ্বিরুক্ত শব্দ
খ. সমশব্দ
গ. সমোচ্চারিত শব্দ
ঘ. প্রতিশব্দ
২৭.নিচের কোন দ্বিরুক্ত শব্দটি প্রকার বোঝাতে ব্যবহৃত হয়?
ক. গাড়ি গাড়ি খ. নিবু নিবু
গ. রাশি রাশি ঘ. হাসি হাসি
২৮. ক্রিয়ার অসম্পূর্ণতা বোঝাতে যে দ্বিরুক্ত শব্দ ব্যবহৃত হয় তা কোনটি?
ক. ভালোয় ভালোয়
খ. যেতে যেতে
গ. হাতে হাতে
ঘ. ফুলে ফুলে
২৯. বিশেষ অর্থ বহন করে এমন শব্দকে কী বলে?
ক. দ্বিরুক্ত শব্দ খ. সমশব্দ
গ. পারিভাষিক শব্দ ঘ. প্রতিশব্দ
৩০. লোকজীবনের গভীর থেকে কী নির্বাচন করতে হবে?
ক. পরিভাষা খ. বাগর্থ
গ. সমার্থক শব্দ ঘ. সমার্থ শব্দ
সঠিক উত্তর
বাগর্থ: ২১.গ ২২.গ ২৩.খ ২৪.ঘ ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.খ ২৯.গ ৩০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন