মৌলিক সংখ্যা - গণিত | ষষ্ঠ শ্রেণি - অধ্যায় ১ : পাঠ ৪

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও অনুষ্ঠান বিভাগের প্রধান।

গতদিন আমরা গুণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কিন্তু ধীরে ধীরে গণিতের গভীরে প্রবেশ করতে যাচ্ছি। এই সামান্য আলোচনাগুলো তোমাদের গণিতের ভিত্তি গঠনে খুব কাজে দিবে। তাই ভিডিওগুলো একটু মনযোগ দিয়ে বুঝার চেষ্টা করো।

আজকের আলোচ্য বিষয়ঃ

১. মৌলিক সংখ্যা

২. যৌগিক সংখ্যা

আরো একটি মজার কাজ আমরা করব। ১ থেকে ১০০ পর্যন্ত যেসব সংখ্যা আছে সেখানে কোনগুলো মৌলিক সংখ্যা সেগুলো বের করব। তোমরা কি জানো এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় মৌলিক সংখ্যায় কতটি অংক আছে? জানি গুগল করে হয়তো বের করে ফেলতে পারবে। কিন্তু এই বড় সংখ্যাটার অংকগুলো টানা গুনে শেষ করতে চাইলে কতদিন/কতবছর সময় লাগবে?

এরকম মজার বিষয়গুলো জানতে এবং গণিত নিয়ে ভাবতে চাইলে দেখে ফেলো ভিডিওটি। তোমাদের জন্য ভালোবাসা

আরও পড়ুন