অধ্যায় ২
৪৯. বাংলাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ জেলা কোনটি?
ক. চট্টগ্রাম খ. বান্দরবান
গ. ঢাকা ঘ. রাজশাহী
৫০. জনসংখ্যার ঘনত্ব নির্ণয়ের সূত্র কোনটি?
ক. মোট জনসংখ্যা মোট এলাকা
খ. মোট জনসংখ্যা + মোট এলাকা
গ. মোট এলাকা মোট জনসংখ্যা
ঘ. মোট এলাকা মোট জনসংখ্যা
৫১. কোন সময়ে নারীদের মৃত্যুহার সবচেয়ে বেশি পরিলক্ষিত হয়?
ক. প্রজননকালীন খ. শিশু বয়সে
গ. মাঝ বয়সে ঘ. কিশোর বয়সে
৫২. কোনটি অভিগমনের বিকর্ষণমূলক কারণ?
ক. সামাজিক নিরাপত্তামূলক সুবিধা
খ. কর্মসংস্থানের সুবিধা
গ. আত্মীয়স্বজনের নৈকট্য লাভ
ঘ. অর্থনৈতিক মন্দা
৫৩. কোন ধরনের অঞ্চলে সাধারণত জন্মহার বেশি?
ক. শহর অঞ্চল
খ. নগর অঞ্চল
গ. গ্রাম এলাকা
ঘ. পাহাড় ও বনাঞ্চল
৫৪. জনমিতিক ট্রানজিশনাল মডেলের প্রথম স্তরের বৈশিষ্ট্য কোনটি?
ক. উচ্চ জন্মহার ও উচ্চ মৃত্যুহার
খ. উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার
গ. নিম্ন জন্মহার ও নিম্ন মৃত্যুহার
ঘ. নিম্ন জন্মহার ও উচ্চ মৃত্যুহার
৫৫. বাংলাদেশের কোন বিভাগের জনসংখ্যা সবচেয়ে কম?
ক. বরিশাল খ. রংপুর
গ. সিলেট ঘ. খুলনা
৫৬. কোন সম্পর্কটিকে কাম্য জনসংখ্যা বলা হয়?
ক. মানুষ ও বনজ সম্পদে ভারসাম্য
খ. মানুষ ও ভূমির ভারসাম্য
গ. মানুষ ও খনিজের ভারসাম্য
ঘ. মানুষ ও শিল্পের ভারসাম্য
নিচের উদ্দীপকটি পড়ে ৫৭ ও ৫৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।
বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব খুব বেশি হলেও বিবিধ কারণে দেশের কোনো কোনো অঞ্চলে আবার খুব কম জনসংখ্যাও দেখা যায়। এসব অঞ্চলকে বিরল জনবসতি অঞ্চল বলা হয়।
৫৭. বিরল জনবসতি অঞ্চল কোনটি?
ক. সিলেট খ. মধুপুর
গ. বান্দরবান ঘ. সুন্দরবন
৫৮. বিরল জনবসতির কারণ—
i. হিংস্র প্রাণীর ভয়
ii. পর্বতময় ভূপ্রকৃতি
iii. নাগরিক সুবিধার অভাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪৯. গ ৫০. ক ৫১. ক ৫২. ঘ ৫৩. গ ৫৪. খ ৫৫. ক ৫৬. খ ৫৭. ঘ ৫৮. ঘ