বাংলা ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

কাবুলিওয়ালা

১. কাবুলিওয়ালা গল্পে শঙ্কিত স্বভাবের
মানুষটি কে?

ক. রহমত খ. মিনির মা

গ. রামদয়াল ঘ. মিনির বাবা

২. মিনির বাবার মনে একটু ব্যথা বোধ হয়েছিল কেন?

ক. মিনি শ্বশুরবাড়ি যাচ্ছে বলে

খ. রহমতকে কারাগারে যেতে দেখে

গ. মিনির সঙ্গে রহমতের দেখা না হওয়ায়

ঘ. রহমতের মেয়ের কথা ভেবে

৩. মিনি আগডুম-বাগডুম খেলা রেখে কোথায় ছুটে গেল?

ক. উঠানের ধারে খ. বারান্দার ধারে

গ. জানালার ধারে ঘ. দরজার ধারে

৪. রহমত কখন জেল থেকে খালাস পেয়েছিল?

ক. বিকেলবেলা খ. সন্ধ্যাবেলা

গ. দুপুরবেলা ঘ. ভোরবেলা

৫. ‘কাবুলিওয়ালা’ গল্পের লেখক সকালবেলায় নভেলের কততম পরিচ্ছেদে হাত দিয়েছিলেন?

ক. সপ্তদশ খ. চতুর্দশ

গ. দ্বাদশ ঘ. একাদশ

৬. ‘সে আমার গা ঘেঁষিয়া দাঁড়াইয়া রইল’—কে দাঁড়িয়েছিল?

ক. রামদয়াল খ. কাবুলিওয়ালা

গ. মিনি ঘ. কথক

৭. ‘কাবুলিওয়ালা’ গল্পের কাবুলিওয়ালার নাম কী ছিল?

ক. হাসনাত খ. আকামাত

গ. রহমান ঘ. রহমত

৮. ‘কাবুলিওয়ালা’ গল্পে রাস্তায় যখন গোল হচ্ছিল, তখন গল্পের কথক কী করছিলেন?

ক. মিনিকে পড়াচ্ছিলেন

খ. প্রুফশিট সংশোধন করছিলেন

গ. গান গাচ্ছিলেন

ঘ. বই পড়ছিলেন

৯. শ্বশুর নামক কোনো এক অপরিচিত জীবের দুরবস্থার কথা কল্পনা করে মিনি কী করত?

ক. ঠাট্টা করত খ. মন খারাপ করত

গ. কান্না করত ঘ. হাসত

১০. ‘হামি শ্বশুরকে মারবে’—কাবুলিওয়ালা গল্পে উক্তিটি কার?

ক. মিনির মায়ের খ. মিনির বাবার

গ. মিনির ঘ. রহমতের

সঠিক উত্তর

কাবুলিওয়ালা: ১. খ ২. গ ৩. গ ৪. খ ৫. ক ৬. গ ৭. ঘ ৮. খ ৯. ঘ ১০. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল