বাংলা | এক কথায় প্রকাশ

সৈনিকদের অস্থায়ী ঘাঁটি—ক্যাম্প।

কাঠের তৈরি খাট—খাটিয়া।

শরীরের কাটা স্থান—ক্ষত।

গপগপ করে—গপগপিয়ে।

অনেক লোককে বিনা অপরাধে মেরে ফেলা
—গণহত্যা।

হুংকার দিয়ে ওঠা—গর্জে ওঠা।

সংসারী লোক—গেরস্ত।

হাঁসজাতীয় পাখি—চখাচখি।

অল্প অল্প ব্যথা—চিনচিন।

যেখানে অনেক মানুষ একসঙ্গে বসবাস করে
—জনপদ।

একগুঁয়ে কোনো কাজ করতে নাছোড়বান্দা
— জেদি ।

যন্ত্রণা বোঝায় এমন অনুভূতি—টনটন।

পাহারা দেওয়া—টহল।

কোনো বিশেষ বিষয় শিক্ষা দেওয়া—ট্রেনিং।

একধরনের নৌকা—ডিঙি।

নদীর তীর—তট।

আকাশের তারকারাজি—তারারা।

খারাপ মেজাজ—তিরিক্ষি।

প্রবল প্রতাপের সঙ্গে—দাপটে।

প্রাচীরঘেরা সেনানিবাস— দুর্গ।

যা কষ্টে ভেদ করা যায়—দুর্ভেদ্য।

আকাশ যেখানে গিয়ে মাটির সঙ্গে মিশে গেছে
—দিগন্ত।

খুব তাড়াতাড়ি করে—দ্রুতগতিতে।

রেখা দিয়ে আঁকা ছবি—নকশা।

গভীর রাত্রি—নিশিরাত।

জনশূন্য স্থান—নির্জন।

কোনোরকম বিচার-বিবেচনা ছাড়া—নির্বিচার।

অন্যায়ের শিকার—নির্যাতিত।

একের সঙ্গে অন্যের—পরম্পর।

পরের অধীন—পরাধীন।

কোনো কিছু বা প্রাকৃতিক ঘটনা খেয়াল করে দেখা
—পর্যবেক্ষণ।

নানা ধরনের পাখি—পাখপাখালি।

জ্ঞান ও অভিজ্ঞতাপূর্ণ—পাণ্ডিত্যপূর্ণ।

মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ ভূমি—প্রান্তর।

যেকোনো উক্তির বিরুদ্ধে যারা আপত্তি জানায়
—প্রতিবাদী।

দেওয়াল বা কোনোকিছুতে বাধা পেয়ে ধ্বনির পুনরায় ফিরে আসা —প্রতিধ্বনি।

ভিন্ন দেশে যে বাস করে—প্রবাসী।

গড়িয়ে গড়িয়ে চলা—প্রবাহিত হওয়া।

উচ্চস্থান থেকে নিম্নস্থানে বেগে পতন—প্রপাত।

পানি দিয়ে পরিষ্কার করা—প্রক্ষালন।

রাস্তায় রাস্তায় ঘুরে যাঁরা জিনিসপত্র বিক্রি করেন—ফেরিওয়ালা।

প্রস্ফুটিত হয় যা—ফোটে

সাদরে গ্রহণ—বরণ।

মারাঠা দস্যু—বর্গি।

চাকমাদের নববর্ষ উত্সব—বিজু।

যা লোপ পেয়েছে—বিলুপ্ত।

খেতে মজা নয় এমন—বিস্বাদ।

খেতে মজা এমন—স্বাদ।

হিংসাপূর্ণ দৃষ্টি—বিষনজর।

সমুদ্রের তীরে বালুময় স্থান—বেলাভূমি।

বাঁশ দিয়ে তৈরি কেল্লা—বাঁশের কেল্লা।

অনেক মানুষের গলায় একসঙ্গে ভীষণ চেঁচামেচি
—মহাকলরব।

মমতা আছে যে নারীর—মায়াবতী।

যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়
—মালিশ।

শত্রুর দখল থেকে দেশকে রক্ষা করার জন্য লড়াই করেছিল যে সেনাদল—মুক্তিবাহিনী।

যিনি মুক্তির জন্য যুদ্ধ করেন—মুক্তিযোদ্ধা।

মাটির তৈরি শিল্পকর্ম—মৃৎশিল্প।

রক্ত দিয়ে লাল করা হয়েছে যা—রক্তরঞ্জিত।

মনের ইচ্ছা—শখ।

শক্তি আছে যার—শক্তিধর।


খন্দকার আতিক, শিক্ষক
উইল্​স লিট্​ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা