পড়ার সঙ্গে সঙ্গে বিশ্রামও নেবে | এসএসসি ২০২২ - প্রধান শিক্ষকের বিশেষ পরামর্শ

কর্নেল নুরন্​ নবী (অব)

এসএসসি পরীক্ষা নিয়ে তোমরা কোনো ধরনের ভয় পাবে না, দুশ্চিন্তা করবে না। ভালো করে প্রতিদিন পাঠ্যবই পড়বে। প্রতিটি বিষয় বহুনির্বাচনি ও রচনামূলক অংশে বিভক্ত রয়েছে। তাই বুঝেশুনে উত্তরগুলো পড়বে। প্রতিদিন পড়বে, নিজে নিজে পড়বে, বুঝে বুঝে পড়বে। সারা বছর যা পড়েছ, তা-ই এখন রিভিশন দাও মনোযোগ দিয়ে। দেখবে সাফল্য আসবেই। মনে আত্মবিশ্বাস রেখো, দেখবে পরীক্ষাটা ভালো হবে। অযথা কোনো রকম দুশ্চিন্তা করবে না। সারা দিন শুধু পড়বে না, বিশ্রাম নেবে। প্রয়োজনে শিক্ষক ও মা-বাবার সঙ্গে কথা বলবে। পরীক্ষার আগে বেশি রাত জেগে পড়াশোনা করবে না।

শেষে বলব, পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর প্রথমে খুব ভালো করে প্রশ্নটি পড়বে। সব প্রশ্নের উত্তর লেখা শেষ করে পুরো খাতাটি রিভিশন দিতে ভুলবে না।

কর্নেল নুরন্​ নবী (অব), সাবেক অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ ও মাইলস্টোন কলেজ, ঢাকা