সংখ্যা এবং সংখ্যালিখন পদ্ধতি - গণিত | ষষ্ঠ শ্রেণি - অধ্যায় ১ : পাঠ ১

ষষ্ঠ শ্রেণির পড়াশোনা

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মুনির হাসান, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক এবং প্রথম আলোর যুব কার্যক্রম ও অনুষ্ঠান বিভাগের প্রধান।

আমরা দেখে এসেছি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের গণিতের ভিত্তি খুবই নড়বড়ে থাকে। কিছু গাণিতিক সূত্র এবং কৌশল মুখস্থ করে বড় বড় অংক করে ফেলতে পারলেও বেসিক লেভেলের অনেক বিষয়ই তাঁদের অজানা। মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের গণিতের ভিত্তির উন্নয়নে অনেকদিন ধরেই আমরা নানাভাবে চেষ্টা করে আসছি। প্রথম আলো'র পড়াশোনা'র এই আয়োজন তারই অংশ। আশাকরি তোমরা এ থেকে উপকৃত হবে। ভিডিওটি কেমন লাগল কমেন্টে জানাতে পারো।

আজকের আলোচ্য বিষয়ঃ

১. সংখ্যা

২. সংখ্যা লেখার পদ্ধতি

তোমরা জানতে পারবেঃ

i. গুগল নাম্বার

ii. গুগলপ্লেক্স নাম্বার