পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | সংক্ষিপ্ত প্রশ্ন : প্রশ্নোত্তর

পঞ্চম শ্রেণির পড়াশোনা

প্রশ্ন :

বীজের বিস্তরণ বলতে কী বোঝো?

উত্তর: মাতৃউদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াকেই বীজের বিস্তরণ বলে।

প্রশ্ন :

উদ্ভিদের বীজ কীভাবে সৃষ্টি হয়?

উত্তর: উদ্ভিদের পরগায়নের ফলে বীজ সৃষ্টি হয়।

প্রশ্ন :

খাদ্যশৃঙ্খলের শুরু কোথা থেকে?

উত্তর: সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্যশৃঙ্খল শুরু।

প্রশ্ন :

বীজের বিস্তার কী গড়ে তোলে?

উত্তর: বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায৵ করে।

প্রশ্ন :

উদ্ভিদ কীভাবে খাদ্য তৈরি করে?

উত্তর: উদ্ভিদ সূর্যের আলো, পানি ও বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে।

পারভীন সুলতানা, সহকারী শিক্ষক, মিরপুর প্রাথমিক বিদ্যালয়, ঢাকা

পূর্বের দিনের পড়া