পঞ্চম শ্রেণি - প্রাথমিক বিজ্ঞান | অধ্যায় ৪ : সংক্ষিপ্ত প্রশ্ন (১-২)

পঞ্চম শ্রেণির পড়াশোনা

সংক্ষিপ্ত প্রশ্ন

১। প্রশ্ন: মানুষ কীভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে?

উত্তর: বায়ুপ্রবাহের মাধ্যমে মানুষ ভেজা কাপড় শুকায়, টারবান বা বড় চরকা ঘুরিয়ে বিদ্যুৎ উত্পাদন করে, হেয়ার ড্রায়ারের মাধ্যমে মেয়েরা চুল এবং কাপড় শুকায়, নদীতে পালতোলা নৌকা চালায়।

২। প্রশ্ন: মানুষের স্বাস্থ্যের ওপর বায়ুদূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কী?

উত্তর: বায়ুদূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মানুষের স্বাস্থ্যের ওপর এর ক্ষতিকর প্রভাবসমূহ হলো —

ক. বায়ুদূষণের ফলে ফুসফুসের ক্যানসার হয়।

খ. এর ফলে শ্বাসজনিত রোগ হয়।

গ. এর ফলে হৃদ্​রোগ হয়ে থাকে।

পারভীন আক্তার, সহকারী শিক্ষক, লালমাটিয়া মডেল স্কুল, ঢাকা