নবম শ্রেণি - রসায়ন | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)

নবম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ১

২১. উদ্দীপকের ধাতুটির ক্ষেত্রে বলা যায় —

iii. বর্তমান ধারায় ব্যবহৃত হলে এটি একসময় ফুরিয়ে যাবে

iii. যন্ত্রাংশ নষ্ট হয়ে দিনে দিনে বাড়তে থাকবে

iii. আমাদের পরিবেশ ক্রমাগত নষ্ট হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২২. কোনটি সংরক্ষণে প্রিজারভেটিভস ব্যবহার করা হয়?

ক. জুস খ. মাংস

গ. মাছ ঘ. ফলমূল

২৩. কোনটি অজৈব যৌগ?

ক. শ্বেতসার খ. আমিষ

গ. চর্বি ঘ. নাইট্রিক অ্যাসিড

২৪. কোনটি কার্বনের যৌগ নয়?

ক. মোম খ. মরিচা

গ. কাঠ ঘ. কেরোসিন

২৫. মোমে আগুন জ্বালানো হচ্ছে —

i. একটি রাসায়নিক বিক্রিয়া

ii. কার্বন যৌগের দহন

iii. কার্বন ডাই–অক্সাইড ও পানির বিক্রিয়া

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৬. রসায়নে পরীক্ষণের জন্য প্রয়োজন হয় —

i. পরীক্ষণের জন্য আগাম ধারণা

ii. রাসায়নিক পদার্থ

iii. যান্ত্রিক উপকরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৭. আন্তর্জাতিক ক্ষতিকর আলোকরশ্মি চিহ্নটিকে কী বলা হয়?

ক. মিটার খ. টাওয়ার

গ. ট্রিময়েল ঘ. ট্রিফয়েল

২৮. বৃত্তের ওপর আগুনের শিখাসংবলিত রাসায়নিক পদার্থ —

i. কঠিন পদার্থ

ii. গ্যাস বা তরল

iii. জারক পদার্থ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

নিচের চিত্রটি লক্ষ করে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও

২৯. উদ্দীপকের সাংকেতিক চিহ্নটি কী – সংক্রান্ত?

ক. পরিবেশ

খ. বিপদজনক

গ. আগুনের শিখা

ঘ. বিস্ফোরিত বোমা

৩০. উদ্দীপকের চিহ্নটির ক্ষেত্রে বলা যায়—

i. এটি পরিবেশের জন্য ক্ষতিকর

ii. বিশেষ করে স্থলজ জীবের জন্য ক্ষতিকর

iii. নদীনালার পানিতে মিশতে দেওয়া উচিত নয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ২১.ঘ ২২.ক ২৩.ঘ ২৪.খ ২৫.ক ২৬.গ ২৭.ঘ ২৮.গ ২৯.ক ৩০.খ

চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০)