এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | নিমগাছ : বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
নিমগাছ
২১. নিমপাতা কোন রোগের মহৌষধ?
ক. চর্মের খ. দাঁতের
গ. পেটের ঘ. যকৃতের
২২. ‘নিমগাছ’ গল্পের ম্যাজিক লাইন কোনটি?
ক. প্রথম লাইন খ. মাঝের লাইন
গ. শেষ লাইন ঘ. দ্বিতীয় লাইন
২৩. নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী?
ক. ডাল খ. বাকল
গ. পাতা ঘ. ফুল
২৪. ‘নিমের হাওয়া ভালো, থাক, কেটো না’—কে বলে?
ক. নতুন লোক খ. কবি
গ. কবিরাজ ঘ. বিজ্ঞরা
২৫. ‘বাহ, কী সুন্দর পাতাগুলি’—বাক্যটিতে কিসের প্রকাশ ঘটেছে?
ক. মায়ার খ. ব্যঙ্গর
গ. স্তুতির ঘ. মুগ্ধতার
২৬. ‘নিমগাছটার ইচ্ছে করতে লাগল, লোকটার সঙ্গে চলে যায়’— ‘লোকটা’ কে?
ক. কবিরাজ খ. কবি
গ. লেখক ঘ. চিকিৎসক
২৭. ‘নিমগাছ’ গল্পে নিমগাছটি কার প্রতীক?
ক. সর্বংসহা নারী
খ. সাধারণ গাছ
গ. ব্যথিত নারী
ঘ. নির্যাতিত নারী
২৮. ‘মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’—এখানে কী বোঝানো হয়েছে?
ক. শিকড়ের বিস্তৃতি
খ. সংসারের জালে চারদিকে আবদ্ধ হওয়া
গ. গাছের বিস্তৃতি
ঘ. নিমগাছটির স্থিরতা
উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও
আজ আর বনভূমি ধ্বংস নয়, বনভূমি বাড়ানো প্রয়োজন। বৃক্ষ শুধু ছায়া ও শোভাই বিস্তার করে না, ফুল-ফল দান করে এবং প্রয়োজনীয় কাঠ সরবরাহ করে আমাদের অনেক উপকার করে। বৃক্ষ বা বনায়নই আমাদের জীবনধারণের সুস্থ পরিবেশের নিশ্চয়তা দান করে।
২৯. উদ্দীপক ও ‘নিমগাছ’ গল্পে আমরা দেখতে পাই —
i. বৃক্ষের দরকার নেই
ii. বৃক্ষের উপকারিতা
iii. প্রাকৃতিক সৌন্দর্য
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. উদ্দীপক ও ‘নিমগাছ’ রচনায় কী প্রকাশিত হয়েছে?
ক. বৃক্ষের জয়গান
খ. বৃক্ষের নিন্দা
গ. বৃক্ষের সৌন্দর্য
ঘ. বৃক্ষনিধনের অপকারিতা
সঠিক উত্তর
নিমগাছ: ২১.ক ২২.গ ২৩.ক ২৪.ঘ ২৫.ঘ ২৬.ক ২৭.ক ২৮.খ ২৯.ঘ ৩০.ক
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা