এসএসসি ২০২২ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
৫১. ইৎসিং কত শতকে বাংলায় আসেন?
ক. ৫ম থেকে ৬ষ্ঠ শতকে
খ. ৫ম থেকে ৭ম শতকে
গ. ৫ম থেকে ৮ম শতকে
ঘ. ৫ম থেকে ৯ম শতকে
৫২. বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ইতিহাসের কী?
ক. রূপরেখা খ. মাধুর্য
গ. বৈশিষ্ট্য ঘ. গাম্ভীর্য
৫৩. ইতিহাস কীভাবে অতীতকে পুনর্গঠিত করে?
ক. অতীত কাহিনির সারবস্তু নিয়ে
খ. যুদ্ধবিগ্রহের কাহিনি নিয়ে
গ. সঠিক ও সত্যনিষ্ঠ তথ্য দিয়ে
ঘ. নিছকই ঘটে যাওয়া কাহিনি নিয়ে
৫৪. ইতিহাসের বৈশিষ্ট্য হলো —
i. পক্ষপাতিত্ব
ii. বস্তুনিষ্ঠতা
iii. নিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. ইতিহাস পাঠ অত্যন্ত প্রয়োজনীয়, কারণ ইতিহাস —
i. জ্ঞানের বিস্তৃতি ঘটায়
ii. সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে
iii. উদাহরণ হিসেবে উপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. একটি জাতির ইতিহাস কীভাবে পাল্টে যেতে পারে?
ক. অতীত কাহিনির সারবস্তুর কারণে
খ. যুদ্ধবিগ্রহের কাহিনিতে
গ. নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে
ঘ. সঠিক ও সত্যনিষ্ঠ তথ্যে
৫৭. লেখক লামা তারনাথ কোন দেশের নাগরিক?
ক. চীন খ. ভারত
গ. তিব্বত ঘ. লাওস
৫৮. বাংলাদেশে কত বছর আগে নগর সভ্যতার অস্তিত্ব ছিল?
ক. ২০০০ বছর আগে
খ. ২৫০০ বছর আগে
গ. ৩০০০ বছর আগে
ঘ. ৩৫০০ বছর আগে
৫৯. ইতিহাস —
i. এটি গতিশীল
ii. এটি বহমান
iii. এটি থেমে থাকে না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৬০. ‘ইন্ডিকা’ গ্রন্থের রচয়িতা কে?
ক. ফা–হিয়েন খ. হিউয়েন সাং
গ. মেগাস্থিনিস ঘ. বেদব্যাস
সঠিক উত্তর
অধ্যায় ১: ৫১.খ ৫২.গ ৫৩.গ ৫৪.গ ৫৫.ঘ ৫৬.গ ৫৭.গ ৫৮.খ ৫৯.ঘ ৬০.গ
কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক , উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা