এসএসসি ২০২২ - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে
অধ্যায় ১
৪১. ফা–হিয়েন কোন দেশের নাগরিক?
ক. চীন খ. ভারত
গ. বাংলাদেশ ঘ. আমেরিকা
৪২. ‘অর্থশাস্ত্র’ কার লেখা গ্রন্থ?
ক. কলহন
খ. আবুল ফজল
গ. কৌটিল্য
ঘ. মিনহাজ–উস–সিরাজ
৪৩. ‘রামচরিত’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কৌটিল্য খ. সন্ধ্যাকর নন্দী
গ. চাণক্য ঘ. বেদব্যাস
৪৪. ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থটির কার রচিত?
ক. মিনহাজ–উস–সিরাজের
খ. মির্জা নাথানের
গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
ঘ. জিয়াউদ্দিন বারানীর
৪৫. ‘সি–ইউ–কি’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কৌটিল্য খ. হিউয়েন সাং
গ. চাণক্য ঘ. বেদব্যাস
৪৬. ‘ফো–কুয়ো–কি’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কলহান খ. ফা–হিয়েন
গ. চাণক্য ঘ. কৌটিল্য
৪৭. ‘রাজতরঙ্গিনী’ গ্রন্থের রচয়িতা কে?
ক. কৌটিল্য খ. কলহন
গ. চাণক্য ঘ. বেদব্যাস
৪৮. যেসব উপাদান থেকে আমরা কোনো সময়ের, স্থানের বা ব্যক্তি সম্পর্কে তথ্য পাই, তাদের কোন উপাদান বলা হয়?
ক. লিখিত খ. পৌরাণিক
গ. সাহিত্যিক ঘ. প্রত্নতাত্ত্বিক
৪৯. বাংলার প্রাচীন সভ্যতা সম্পর্কে ধারণা পরিবর্তনের বাহক হিসেবে কোনটি গ্রহণযোগ্য?
ক. সিন্ধু সভ্যতা খ. উয়ারী–বটেশ্বর
গ. পাহাড়পুর ঘ. ময়মনামতি
৫০. কীভাবে একটা জাতির ইতিহাস পাল্টে যেতে পারে?
ক. নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কার
খ. কৃষির আধুনিকায়নে
গ. শিল্পবিপ্লবের ফলে
ঘ. গবেষণা করে
সঠিক উত্তর
অধ্যায় ১: ৪১.ক ৪২.গ ৪৩.খ ৪৪.গ ৪৫.খ ৪৬.খ ৪৭.খ ৪৮.ঘ ৪৯.খ ৫০.ক
কাজী মনজুরুল ইসলাম, শিক্ষক , উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা