এসএসসি ২০২২ - বাংলা ১ম পত্র | জীবন–সংগীত : বহুনির্বাচনি প্রশ্ন (৩১-৪০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

জীবন–সংগীত

৩১. নৈরাজ্যবাদীরা জীবনকে কী রূপ মনে করেন?

ক. পদ্মপাতার জল খ. দিঘির জল

গ. শৈবালের নীর ঘ. নিশার স্বপন

৩২. কবির মতে, দুঃখের মূল কারণ কোনটি?

ক. আয়ু প্রত্যাশা খ. সম্পদ প্রত্যাশা

গ. সুখ প্রত্যাশা ঘ. স্নেহ প্রত্যাশা

৩৩. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জগৎ–সংসারকে কোনটির সঙ্গে তুলনা করেছেন?

ক. যুদ্ধক্ষেত্র খ. স্বর্গ

গ. যন্ত্রণা ঘ. পার্থিব মায়া

৩৪. কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোনটিকে জগতে দুর্লভ বলেছেন?

ক. আকাঙ্ক্ষা খ. মহিমা

গ. সাধনা ঘ. সম্পদ

৩৫. আমরা বরণীয় হব কীভাবে?

ক. ভবিষ্যতের ওপর নির্ভর করে

খ. স্বীয় কীর্তির ধ্বজা ধরে

গ. সংসারী সাজে

ঘ. ভবের উন্নতি করে

৩৬. ‘জীবন–সংগীত’ কবিতায় কবি কোথায় পদাঙ্ক অঙ্কন করে অমর হওয়ায় আশা ব্যক্ত করেছেন?

ক. সংসার সাগরতীরে

খ. সমর সাগরতীরে

গ. জীবন সাগরতীরে

ঘ. সুখের সাগরতীরে

৩৭. কবি হেমচন্দ্র কী সাধন করতে বলেছেন?

ক. সংসার খ. সাগর

গ. ভব ঘ. সংকল্প

৩৮. কবি হেমচন্দ্র যুদ্ধ করতে বলেছেন কার সঙ্গে?

ক. সংসারের সঙ্গে খ. সাগরের সঙ্গে

গ. ভবের সঙ্গে ঘ. নিজের সঙ্গে

৩৯. ‘দারা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?

ক. নারী খ. বোন

গ. স্ত্রী ঘ. পুত্র

৪০. সংসারকে ‘সমরাঙ্গন’ বলার কারণ কী?

ক. সংসারে নানা ঘাত–প্রতিঘাত মোকাবিলা করতে হয়

খ. সংসারে যুদ্ধ করতে হয়

গ. সংসার ক্ষণস্থায়ী

ঘ. মানুষ মরণশীল

সঠিক উত্তর

জীবন–সংগীত: ৩১.ঘ ৩২.গ ৩৩.ক ৩৪.খ ৩৫.খ ৩৬.খ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.গ ৪০.ক

মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (২১-৩০)