অধ্যায় ৫
১১. ক্যালসিয়াম অক্সাইড (CaO) কী ধরনের যৌগ?
ক. সমযোজী
খ. আয়নিক
গ. ধাতব
ঘ. পোলার
১২. দুটি সমযোজী অণু খুব নিকটবর্তী হলে একধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে, তাকে কী বলে?
ক. ইলেকট্রন আসক্তি
খ. তড়িৎ ঋণাত্মকতা
গ. রাসায়নিক বন্ধন
ঘ. ভ্যান ডার ওয়ালস বল
১৩. CO এ C এর সুপ্ত যোজনী কত?
ক. 2 খ. 3
গ. 4 ঘ. 6
১৪. কোন মৌলটি বিদ্যুৎ পরিবহন করে না?
ক. গন্ধক খ. তামা
গ. রূপা ঘ. গ্রাফাইট
১৫. কোনটি অপোলার?
ক.H2O খ. HI
গ. C2H5OH ঘ. CH4
১৬. কোনটি যৌগমূলক?
ক. N2O5 খ. P2O3
গ. S2O3 ঘ. Al2O3
১৭. ট্যাংস্টেনের প্রতীক কোনটি?
ক. T খ.W
গ. At ঘ. Ta
১৮. অ্যামোনিয়াম অণুর আকৃতি কেমন?
ক. কৌণিক খ. রৈখিক
গ. চতুস্তলকীয় ঘ. পিরামিডীয়
১৯. কোন যৌগে পোলারিটি বিদ্যমান?
ক. CH3OH খ. CH4
গ. CO ঘ. PCI3
২০. SO3 যৌগে সালফারের সুপ্ত যোজনী কত?
ক. 0 খ. 1
গ. 2 ঘ. 3
সঠিক উত্তর
অধ্যায় ৫: ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.গ ১৭.খ ১৮.ঘ ১৯.ক ২০.ক
চিন্ময় কুমার দাস, শিক্ষক, খুলনা জিলা স্কুল
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন | পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন