এইচএসসি ২০২২ - সমাজকর্ম ১ম পত্র | অধ্যায় ৩ : বহুনির্বাচনি প্রশ্ন (৬১-৭০)

পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুসারে

অধ্যায় ৩

৬১. সমাজকর্মের আত্মর্নিহিত দার্শনিক মূল্যবোধ কোনটি?

ক. গোপনীয়তা

খ. আত্মনিয়ন্ত্রণ অধিকার

গ. মানবমর্যাদার স্বীকৃতি

ঘ. গণতান্ত্রিক অধিকার

৬২. সমাজকর্ম মূল্যবোধের ভিত্তি কী?

ক. সাধারণ রীতিবোধ

খ. সব মানুষের সাম্য

গ. মানবপ্রতিভা

ঘ. রাজনৈতিক আদর্শ

৬৩. সমাজকর্ম কার্যাবলির যথার্থতা মূল্যায়ন করে কোনটি?

ক. সামাজিক ন্যায়বিচার

খ. সামাজিক মূল্যবোধ

গ. সামাজিক আইন

ঘ. সাংস্কৃতিক মানদণ্ড

৬৪. সমাজকর্মের সাধারণ মূল্যবোধ কোনটি?

ক. স্বনির্ভরতা অর্জন

খ. মানসিক বিকাশ

গ. সামাজিকীকরণ

ঘ. সামাজিক আইন

৬৫. সমাজের মূল অণু কে?

ক. নেতা খ. প্রাকৃতিক সম্পদ

গ. শিক্ষক ঘ. ব্যক্তি

৬৬. ব্যক্তি সম্পর্কে সমাজের ধারণা কী?

ক. পৃথক সত্তার অধিকারী

খ. প্রত্যেকেই স্বার্থপর

গ. পৃথক পরিচয় রয়েছে

ঘ. পৃথক ধ্যানধারণার অধিকারী

৬৭. সমাজকর্মী দলটি সাহায্য করতে এসে গ্রামের সবাইকে সমান সুযোগ দান করল। এখানে কোন বিষয়টি প্রকাশিত?

ক. ব্যক্তিমর্যাদার স্বীকৃতি দান

খ. প্রত্যেকেই স্বার্থপর

গ. মানুষের সক্রিয় অংশগ্রহণ

ঘ. সমাজকর্মের শক্তি

৬৮. সমাজকর্মের মূল লক্ষ্য কী?

ক. কল্যাণ প্রতিষ্ঠা

খ. মানবাধিকার নিশ্চিত করা

গ. বৈষম্যহীন কল্যাণ

ঘ. সবার অংশগ্রহণ

৬৯. সবাইকে সমান সুযোগ দান করলে কী হয়?

ক. মানসিক বিকাশ

খ. রাষ্ট্রের উন্নয়ন

গ. সমাজের উন্নয়ন

ঘ. সুপ্ত ক্ষমতার বিকাশ

৭০. ‘স্বনির্ভরতা’ প্রত্যয়টির অর্থ কী?

ক. অন্যের ওপর নির্ভর করা

খ. নিজে আয়রোজগার করা

গ. নিজের ওপর নির্ভর করা

ঘ. নিজের মতো করে চলা

সঠিক উত্তর

অধ্যায় ৩: ৬১.খ ৬২.খ ৬৩.ক ৬৪.ক ৬৫.ঘ ৬৬.ক ৬৭.ক ৬৮.গ ৬৯.ঘ ৭০.গ

কামরুন নাহার রুনু, প্রভাষক, শের–ই–বাংলা স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

◀ বহুনির্বাচনি প্রশ্ন (৫১-৬০)