এইচএসসি পরীক্ষার প্রস্তুতি
এইচএসসি ২০২২ - হিসাববিজ্ঞান ১ম পত্র | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ২
৫১. হিসাব চক্রের বৈশিষ্ট্য হচ্ছে—
i. লেনদেন শ্রেণিবদ্ধভাবে লিখে রাখা
ii. হিসাব কার্যাবলির ঘূর্ণমান অবস্থা
iii. হিসাব ধাপের পর্যায় মেনে চলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫২. কারবারি প্রতিষ্ঠানে সমন্বয় দাখিলা প্রদানের উদ্দেশ্য হলো—
i. লেনদেনের প্রয়োজনীয় সংযোজন করা
ii. আর্থিক লেনদেনের অপ্রয়োজনীয় দফা বিয়োজন করা
iii. কারবারের প্রকৃত অবস্থা নির্ণয়ে লেনদেন সংশোধন করা সূত্র
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৩. ব্যবসায়ের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হয়—
i. সমন্বিত রেওয়ামিলের মূলধনজাতীয় হিসাব দ্বারা
ii. খতিয়ান উদ্বৃত্ত জেরের তালিকা দ্বারা
iii. সমন্বিত রেওয়ামিলের সম্পত্তিজাতীয় হিসাব দ্বারা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৪. হিসাব চক্রের ঐচ্ছিক কাজ হলো—
i. কার্যপত্র প্রস্তুত করা
ii. বিপরীত দাখিলা দেওয়া
iii. সমাপনী–উত্তর রেওয়ামিল প্রস্তুত করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৫. হিসাব খাতে সমন্বয় জাবেদা দাখিলার উদ্দেশ্য—
i. হিসাবের দুদিক মেলানো
ii. তথ্যাবলি সংযোজন করা
iii. লেনদেন সংশোধন করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৬. বছরান্তে কারবারে সমাপনী জাবেদা দাখিলা দেওয়া হয়—
i. মুনাফাজাতীয় আয়ের জের বন্ধ করতে
ii. মূলধনজাতীয় আয়ের খাত বৃদ্ধিকরণে
iii. মুনাফাজাতীয় ব্যয় ও উত্তোলন হিসাব বন্ধে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii
গ. iii ঘ. i ও iii
৫৭. হিসাব চক্র বলতে বোঝায়—
i. চলতি হিসাবের বিবরণ
ii. হিসাবের ধারাবাহিকতা রক্ষা
iii. হিসাব প্রক্রিয়ার পুনরাবৃত্তি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৮. পায়েল তার ব্যবসায় প্রতিষ্ঠানের মুনাফাজাতীয় আয়–ব্যয় হিসাব বন্ধ করতে চায়। এ ক্ষেত্রে পায়েলের করণীয় হলো—
i. আয় হিসাবকে ডেবিট করা
ii. ব্যয় হিসাবকে ক্রেডিট করা
iii. উভয় পাশে সমন্বয় জাবেদা দাখিলা দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫৯. হিসাব চক্র সম্পর্কে প্রযোজ্য হলো—
i. লেনদেন চিহ্নিতকরণ ও লিপিবদ্ধকরণের মাধ্যমে শুরু হয়
ii. বিপরীত দাখিলা দেওয়ার মাধ্যমে শেষ হয়
iii. অনির্দিষ্টকাল ধরে ধারাবাহিকভাবে আবর্তিত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫১.গ ৫২.ঘ ৫৩.খ ৫৪.ক ৫৫.গ ৫৬.ঘ ৫৭.গ ৫৮.ক ৫৯.ঘ
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষ, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন