প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো।
বাবা সকালে দ্রুত বেরিয়ে গেছেন। তখন টিপটিপ বৃষ্টি পড়ছিল। ঘরে বসে একমনে টিভি দেখছিল ছোট বোন। এ সময় কেউ টিভিতে গুনগুনিয়ে গান করছিল। হঠাৎ বাবা এসে বললেন, তাঁর চশমাটা চট করে খুঁজে দিতে।
উত্তর: ক্রিয়া বিশেষণ পদ: দ্রুত, টিপটিপ, একমনে, গুনগুনিয়ে, চট করে।
প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়াপদ খুঁজে বের করো।
এতদিন যে প্রতি সন্ধ্যায় আমি বিনুদার বাড়িতে গিয়া তাঁহাকে অস্থির করিয়া তুলিয়াছিলাম। বিনুদার বর্ণনার ভাষা অত্যন্ত সংকীর্ণ বলিয়াই তাঁর প্রত্যেক কথাটি স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দিয়াছিল। বুঝিয়াছিলাম মেয়েটির রূপ বড়ো আশ্চর্য; কিন্তু না দেখিলাম তাহাকে চোখে, না দেখিলাম তাহার ছবি, সমস্তই অস্পষ্ট হইয়া রহিল।
উত্তর: ক্রিয়াপদ: তুলিয়াছিলাম, দিয়াছিল, বুঝিয়াছিলাম, দেখিলাম, দেখিলাম, রহিল।
প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষ্য পদ খুঁজে বের করো।
সাদা মেঘে আকাশ ছেয়ে আছে। হঠাৎ টিপটিপ বৃষ্টি শুরু হলো। করিম ভাঙা ছাতা দিয়ে বৃষ্টি ঠেকানোর বৃথা চেষ্টা করছিল। তার বেখেয়ালি মন হালকা বৃষ্টি আর মৃদু হাওয়ায় ব্যাকুল হয়ে উঠল।
উত্তর: বিশেষ্য পদ: মেঘে, আকাশ, বৃষ্টি, শুরু, করিম, ছাতা, বৃষ্টি, মন, বৃষ্টি, হাওয়া।
প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ পদ খুঁজে বের করো।
ইট বসানো রাস্তা দিয়ে করিম বাড়ি ফিরছিল। হঠাৎ দেখতে পেল চলন্ত বাস থেকে যাত্রীরা লাফিয়ে নামছে। হাঁটাপথের অনেকেই দৃশ্যটি তাকিয়ে দেখল। কয়েকজনের যায় যায় অবস্থা। কাঁদো-কাঁদো চেহারার মানুষগুলোকে দেখে করিম মনে কষ্ট পেল।
উত্তর: ক্রিয়া বিশেষণ পদ: ইট বসানো রাস্তা দিয়ে, দেখতে, লাফিয়ে, তাকিয়ে, যায় যায়।
প্রশ্ন :
নিচের অনুচ্ছেদ থেকে বিশেষণ পদ খুঁজে বের করো।
নীল আকাশ। রোদেলা দুপুর। পাখিটি পাখনা মেলে দিগন্তের পথে পাড়ি জমাচ্ছে। দখিনা বাতাসে টকটকে লাল পলাশ ফুল দুলছে। তাই দেখে সাদা মেঘের দলও বলাকার মতো উড়ছে; যাব দূরে বহুদূরে।
উত্তর: বিশেষণ: নীল, রোদেলা, দিগন্তের, দখিনা, টকটকে লাল, সাদা।
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা