এইচএসসি - জীববিজ্ঞান ২য় পত্র | অধ্যায় ১ : বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. প্রাণিজগতের ভিন্নতার কারণ কী?

ক. প্রজাতিগত বৈচিত্র্য

খ. আচরণগত বৈচিত্র্য

গ. খাদ্যাভ্যাসগত বৈচিত্র্য

ঘ. চলাচলগত বৈচিত্র্য

২. কোনটি দ্বিস্তরী প্রাণীর উদাহরণ?

ক. Taenia solium

খ. Obeha geniculata

গ. Ascaris lumbricoides

ঘ. Octopus vulgaris

৩. নিচের কোন পর্বে মেসোডার্ম স্তর অনুপস্থিত?

ক. প্লাটিহেলমিনথেস

খ. নিডারিয়া

গ. অ্যানেলিডা

ঘ. মলাস্কা

৪. নিচের কোনটি অপ্রতিসম প্রাণী?

ক. Volox

খ. Spongilla proliferens

গ. Periplaneta americana

ঘ. Hydua vulgris

৫. কোনটি দ্বি–অরীয় প্রতিসাম্যের অন্তর্গত?

ক. Volvox খ. Hydra

গ. Anthozoa ঘ. Spongilla

৬. প্রাণীর শ্রেণিবিন্যাসের ক্ষেত্রে প্রতিটি Taxon–এর নাম অনুমোদিত হয় কোন সংখ্যা দ্বারা?

ক. ICBN খ. IUCN

গ. ICZN ঘ. WSSD

৭. Species শব্দের প্রবর্তক কে?

ক. জন রে খ.ক্যারোলাস লিনিয়াস

গ. মেন্ডল ঘ. মাদাম কুরি

৮. সিলোমহীন পর্ব কোনটি?

ক. Nematoda

খ. Annelida

গ. Platyhelminthes

ঘ. Chordata

৯. ভ্রান্ত সিলোমযুক্ত প্রাণীর পর্ব কোনটি?

ক. Platyhelminthes

খ. Nematoda

গ. Arthropoda

ঘ. Cnidaria

১০. অস্টিয়াম পাওয়া যায় কোন পর্বে?

ক. Cnidaria

খ. Porifera

গ. Platyhelminthes

ঘ. Arthropoda

সঠিক উত্তর

অধ্যায় ১: ১.ক ২.খ ৩.খ ৪.খ ৫.গ ৬.গ ৭.ক ৮.গ ৯.খ ১০.খ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক, রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন

পূর্ববর্তী দিনের পড়া