অষ্টম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (৭১-৮০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৭
৭১. বর্তমানে দেশে মোট পৌরসভার কয়টি?
ক. ৩২৭টি খ. ৩৩৫টি
গ. ৪১৫টি ঘ. ৪১৬টি
৭২. রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কতটি?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
৭৩. নিচের কোনটি রাষ্ট্রের উপাদান?
ক. রাষ্ট্রপতির কার্যালয়
খ. সরকার
গ. সচিব
ঘ. সচিবালয়
৭৪. রাষ্ট্র পরিচালিত হয় কীভাবে?
ক. মন্ত্রীদের ইচ্ছায়
খ. সাংসদের ইচ্ছায়
গ. প্রধানমন্ত্রীর নির্দেশে
ঘ. সাংবিধানিক নীতিমালার ভিত্তিতে
৭৫. বাংলাদেশের সংবিধান গণপরিষদে কবে চূড়ান্ত অনুমোদন পায়?
ক. ১৯৭২ সালের ৪ জুন
খ. ১৯৭২ সালের ২৬ মার্চ
গ. ১৯৭২ সালের ৪ নভেম্বর
ঘ. ১৯৭৩ সালের ১৪ এপ্রিল
৭৬. নিচের কোনটি রাষ্ট্রের মূল চালিকা শক্তি?
ক. জনগণ খ. সার্বভৌমত্ব
গ. সরকার ঘ. নির্দিষ্ট ভূখণ্ড
৭৭. রাষ্ট্র পরিচালনার সব কাজ কার মাধ্যমে সম্পাদিত হয়?
ক. সরকার খ. রাষ্ট্রপতি
গ. প্রধানমন্ত্রী ঘ. মন্ত্রী
৭৮. যুগে যুগে রাষ্ট্রের কোনটির পরিবর্তন ও পরিবর্ধন ঘটেছে?
ক. সরকারের ধরন ও ধারণার
খ. ক্ষমতার
গ. সরকারের ধরন
ঘ. সরকারের ধারণার
৭৯. একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?
ক. একদলের শাসন
খ. প্রধানমন্ত্রীর শাসন
গ. রাষ্ট্রপতির শাসন
ঘ. একাধিক ব্যক্তির শাসন
৮০. গণতন্ত্রে সার্বভৌম ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
ক. সরকার খ. প্রধানমন্ত্রী
গ. রাষ্ট্রপতি ঘ. জনগণ
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৭১.ক ৭২.ঘ ৭৩.খ ৭৪.ঘ ৭৫.গ ৭৬.গ ৭৭.ক ৭৮.ক ৭৯.ক ৮০.ঘ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা