অষ্টম শ্রেণি - বাংলাদেশ ও বিশ্বপরিচয় | অধ্যায় ৭ : বহুনির্বাচনি প্রশ্ন (৪১-৫০)
অষ্টম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ৭
৪১. বাংলাদেশের আইনসভায় প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সদস্যসংখ্যা কত?
ক. ২৭৫ খ. ৩০০
গ. ৩২৫ ঘ. ৩৫০
৪২. বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কতটি?
ক. ৫০ খ. ৫৫
গ. ৬০ ঘ. ৬৫
৪৩. সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় সব ক্ষমতার মালিক কে?
ক. রাষ্ট্রপতি খ. অর্থমন্ত্রী
গ. প্রধানমন্ত্রী ঘ. জনগণ
৪৪. বাংলাদেশের নাগরিকদের ভোটাধিকার প্রদানের সর্বনিম্ন বয়স কত?
ক. ১৬ বছর খ. ১৮ বছর
গ. ২০ বছর ঘ. ২৫ বছর
৪৫. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
ক. রাজনৈতিক খ. সাংস্কৃতিক
গ. পারিবারিক ঘ. সামাজিক
৪৬. নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কী?
ক. যেখানে মন্ত্রী সাংসদদের ভোটে নির্বাচিত হন
খ. যেখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করেন
গ. যেখানে রাষ্ট্রপতি সুশীল সমাজের ভোটে নির্বাচিত হন
ঘ. যেখানে রাষ্ট্রপতি বিচারপতিদের ভোটে নির্বাচিত হন
৪৭. মানুষ মৌলিক অধিকারপ্রাপ্ত হয় কীভাবে?
ক. পরিশ্রমের মাধ্যমে
খ. জন্মগতভাবে
গ. বংশানুক্রমিকভাবে
ঘ. রাজনৈতিকভাবে
৪৮. সংবিধানে সমাজতন্ত্রকে মূলনীতি করার লক্ষ্য হলো —
i. সবার জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করা
ii. শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা
iii. ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. গণতন্ত্রকে রাষ্ট্রীয় মূলনীতি করার লক্ষ্য হলো —
i. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের অংশগ্রহণ নিশ্চিত করা
ii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের হস্তক্ষেপ নিশ্চিত করা
iii. রাষ্ট্রের সব কাজে নাগরিকদের বাড়াবাড়ি নিশ্চিত করা
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. রাষ্ট্রের মূল চালিকা শক্তি কী?
ক. জনগণ খ. সরকার
গ. সুশীল সমাজ ঘ. সংবাদপত্র
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৪১.খ ৪২.ক ৪৩.ঘ ৪৪.খ ৪৫.ক ৪৬.খ ৪৭.খ ৪৮.ঘ ৪৯.ক ৫০.খ
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা