মানবধর্ম
৩১. ‘লালন সে জেতের ফাতা বিকিয়েছে সাত বাজারে।’ এখানে ‘বিকিয়েছে’ দ্বারা কী বোঝানো হয়েছে?
ক. অন্তরে স্থান দেওয়া
খ. গুরুত্বহীন মনে করা
গ. ব্যবসায় যোগ দেওয়া
ঘ. বংশের গৌরব করা
৩২. ‘জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো’ ‘মানবধর্ম’ কবিতার কোন বক্তব্য উক্তিটিতে ফুটে উঠেছে?
ক. জন্মকুলেরচেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ
খ. ধর্ম মূল্যবান
গ. জাত গুরুত্বপূর্ণ
ঘ. কর্ম অপ্রয়োজনীয়
৩৩. মানবধর্ম কবিতায় ‘মালা’ ও ‘তসবি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. উপাদান খ. প্রতীক
গ. যন্ত্র ঘ. বস্তু
৩৪. ‘মানবধর্ম’ কবিতায় কবি তাঁদের জয়গান গেয়েছেন, যাঁরা—
i. জাত নিয়ে গর্ব করে না
ii. মনুষ্য ধর্মকে মূল বলে মনে করে
iii. বংশগত আভিজাত্যে ভোগে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩৫. ‘মানবধর্ম’ কবিতায় ‘লালন’ শব্দটি কতবার ব্যবহৃত হয়েছে?
ক. একবার খ. দুবার
গ. তিনবার ঘ. চারবার
৩৬. ‘মানবধর্ম’ কবিতাটির শেষ চরণ কোনটি?
ক. বিকিয়েছে সাত বাজারে
খ. ভিন্ন জানায় পাত্র অনুসারে
গ. জেতের চিহ্ন রয় কার রে
ঘ. জগৎ বেড়ে জেতের কথা
৩৭. ‘মানবধর্ম’ কবিতাটি কোন ছন্দে রচিত?
ক. মাত্রাবৃত্ত খ. অক্ষরবৃত্ত
গ. স্বরবৃত্ত ঘ. অমিত্রাক্ষর
৩৮. শিক্ষক শ্রেণিকক্ষে বললেন, ‘নারী-পুরুষ কখনো ভেদাভেদ করো না। সকলেই মানুষ।’ উদ্দীপকের শিক্ষকের কথার সাদৃশ্য রয়েছে কোন কবিতায়?
ক. পাছে লোকে কিছু বলে
খ. দুই বিঘা জমি
গ. মানবধর্ম
ঘ. মানবসমাজ
৩৯.‘জাত গেলো, জাত গেলো বলে; এ কী আজব কারখানা’—উদ্দীপকের সঙ্গে মিল আছে কোন কবিতার?
ক. মানবসমাজ
খ. দুই বিঘা জমি
গ. পাছে লোকে কিছু বলে
ঘ. মানবধর্ম
৪০. সুমনার বাবা মানুষের ধনী-গরিব ভেদাভেদ বিশ্বাস করেন না। সুমনার বাবার মতো ‘মানবধর্ম’ কবিতায় লালন শাহ কিসে বিশ্বাস করেন না?
ক. ঈশ্বরে খ. ধনী-গরিবে
গ. ছোট-বড় ঘ. প্রচলিত ধর্মে
সঠিক উত্তর
মানবধর্ম: ৩১.খ ৩২.ক ৩৩.খ ৩৪.ক ৩৫.গ ৩৬.ক ৩৭.খ ৩৮.গ ৩৯.ঘ ৪০.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পূর্বের বহুনির্বাচনি প্রশ্ন