পড়ে পাওয়া
২১. তেঁতুলগাছের ভূতের ভয় মন থেকে চলে যাওয়ার কারণ কী?
ক. ঝড়ের ঝাপটা আবার আসায়
খ. পড়ে পাওয়া বাক্সের ভাবনায় ব্যস্ত হওয়ায়
গ. প্রচণ্ড শীতের কাঁপনে
ঘ. সন্দেশ খাওয়ার পরিকল্পনা করায়
২২. ‘এবার চাকরি না করলে স্ত্রী-পুত্র না খেয়ে মরবে’ — উক্তিটি কার?
ক. কাপালির খ. গোয়ালের
গ. বাদলের ঘ. ঠাকুর মশাইয়ের
২৩. বাবার মুখ দিয়ে একটি কথাও বেরোল না কেন?
ক. ছেলেদের সততার দৃষ্টান্ত দেখে
খ. বাক্সটি অযত্নে রেখেছে বলে
গ. বাক্সটি ফেরত দেওয়ার সিদ্ধান্তে
ঘ. কাগজে লিখে নেওয়ার প্রস্তাব করায়
২৪. ‘একেই বলে বাবু অদেষ্ট’ — এখানে ‘অদেষ্ট’ শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. পটল খ. গহনা
গ. দুরবস্থা ঘ. ভাগ্য
২৫. ‘এরপর আর আমাদের সন্দেহ রইল না’ — কিসের সন্দেহ?
ক. বিধুর বিজ্ঞতার
খ. ঝড় আসার
গ. আম কুড়োবার
ঘ. বাক্স পাওয়ার
২৬. বিধু কান খাড়া করে ছিল কেন?
ক. আম পড়ার শব্দ শুনবার জন্যে
খ. বন্যার স্রোতের শব্দ শুনবার জন্যে
গ. আকাশে মেঘের আওয়াজ শুনবার জন্যে
ঘ. তেঁতুলগাছে ভূতের শব্দ শুনবার জন্যে
২৭. ‘ওরা সাক্ষী থাকবে কি না?’-কিসের সাক্ষী?
ক. বাক্সটি ভাঙার
খ. আম কুড়াবার
গ. নদীর ধারে বেড়াবার
ঘ. বাক্সটি ফেরত দেবার
২৮. বিধু অত সহজে ভুলবার পাত্র নয় কেন?
ক. বাক্সের মালিকের চোখের জলে সে ভোলেনি
খ. বাক্সের মালগুলো খোয়া গেছে বলে
গ. গরিবের ওপর দয়াহীন বলে
ঘ. ভবিষ্যতে উকিল হওয়ার সম্ভাবনা বলে
২৯. ‘পড়ে পাওয়া’ গল্পের মূল বক্তব্য হলো -
i. সততার শিক্ষা
ii. নৈতিক চেতনার বিকাশ
iii. অপরের সম্পদ হরণ
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০. ‘পড়ে পাওয়া’ গল্পটিতে লেখক তাদের জয়গান গেয়েছেন, যারা —
i. অন্যের জিনিস ফিরিয়ে দেয়
ii. সততার দৃষ্টান্ত স্থাপন করে
iii. পড়ে পাওয়া দ্রব্য ভোগ করে
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
পড়ে পাওয়া: ২১.খ ২২.ক ২৩.ক ২৪.ঘ ২৫.খ ২৬.গ ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.খ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা