মানবধর্ম
১. ‘মানবধর্ম’ কবিতাটি লিখেছেন কে?
ক. কায়কোবাদ খ. সত্যেন্দ্রনাথ দত্ত
গ. লালন শাহ ঘ. রবীন্দ্রনাথ ঠাকুর
২. লালনের কাছে কোন ধর্মই মূল কথা?
ক. হিন্দুধর্ম খ. ইসলাম ধর্ম
গ. মনুষ্য ধর্ম ঘ. সংসার ধর্ম
৩. লালন শাহ কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৭৬২ খ. ১৭৭২
গ. ১৭৮২ ঘ. ১৭৯২
৪. লালন শাহের মৃত্যুসাল কোনটি?
ক. ১৮৬০ খ. ১৮৭০
গ. ১৮৮০ ঘ. ১৮৯০
৫. লালন শাহ কোন ধর্মীয় শাস্ত্র সম্পর্কে বিশেষ জ্ঞান অর্জন করেছেন?
ক. হিন্দু ও মুসলিম
খ. হিন্দু ও বৌদ্ধ
গ. বৌদ্ধ ও মুসলিম
ঘ. মুসলিম ও খ্রিষ্টান
৬. লালনের গান কে প্রথম সংগ্রহ করেন?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. সুকুমার সেন
গ. দীনেশচন্দ্র সেন
ঘ. ড. মুহম্মদ শহীদুল্লাহ
৭. লালন শাহ কতগুলো গান সৃষ্টি করেন?
ক. লক্ষাধিক খ. হাজারাধিক
গ. সহস্রাধিক ঘ. শতাধিক
৮. লালনের গানের বিশেষ বৈশিষ্ট্য কী?
ক. প্রকৃতিপ্রেম ও মানবচেতনা
খ. স্বদেশপ্রেম ও মানববাদ
গ. আধ্যাত্মভাব ও মরমি রসব্যঞ্জনা
ঘ. অন্তর্লোকের রহস্য অনুসন্ধানের স্পৃহা
৯. লালন শাহ কোন ধর্মে বিশ্বাসী ছিলেন?
ক. হিন্দুধর্মে খ. ইসলাম ধর্মে
গ. বৌদ্ধধর্মে ঘ. মানবধর্মে
১০. লালন শাহকে ‘মানবতার কবি’ বলা হয় কেন?
ক. প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই বলে
খ. সিরাজ সাঁইয়ের শিষ্য হওয়ায়
গ. অনেক গান লিখেছেন বলে
ঘ. মনুষ্য ধর্মকে অন্তরে লালন করায়
সঠিক উত্তর
মানবধর্ম: ১.গ ২.গ ৩.খ ৪.ঘ ৫.ক ৬.ক ৭.গ ৮.গ ৯.ঘ ১০.ঘ
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
এই অধ্যায়ের প্রকাশিত পরবর্তী বহুনির্বাচনি প্রশ্ন