অধ্যায় ১
১. ‘ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়’ কে দেখিয়েছিলেন?
ক. থেলিস খ. আইনস্টাইন
গ. পিথাগোরাস ঘ. গ্যালিলিও
২. আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে?
ক. নিউটন খ. বেকেরেল
গ. পিথাগোরাস ঘ. আইনস্টাইন
৩. ঘনকোণের একক কোনটি?
ক. স্টেরিডিয়ান খ. ক্যান্ডেলা
গ. ডিগ্রি ঘ. মোল
৪. কোনটি সবচেয়ে ছোট একক?
ক. স্টেরিডিয়ান খ. মিটার
গ. ফেমটোমিটার ঘ. পিকোমিটার
৫. নিচের কোনটি মৌলিক একক?
ক. ক্যান্ডেলা খ. ওয়াট
গ. নিউটন ঘ. ভোল্ট
৬. পদার্থের পরিমাণের একক কী?
ক. গ্রাম খ. কিলোগ্রাম
গ. মোল ঘ. মিটার
৭. এক ফেমটোমিটার = কত মিটার?
ক. 10-15 খ. 1015
গ. 1018 ঘ. 10-18
৮. দীপন তীব্রতার একক কী?
ক. অ্যাম্পিয়ার খ. লুমেন
গ. ক্যান্ডেলা ঘ. লাক্স
৯. তাপমাত্রার SI একক কোনটি?
ক. সেলসিয়াস খ. কেলভিন
গ. ফারেনহাইট ঘ. ক্যান্ডেলা
১০. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার
করেন কে?
ক. ম্যাক্স প্লাঙ্ক খ. মার্কনি
গ. রনজেন ঘ. বেকেরেল
সঠিক উত্তর
অধ্যায় ১: ১. খ ২. ঘ ৩. ক ৪. গ ৫. ক ৬. গ ৭. ক ৮. গ ৯. খ ১০. ঘ
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা