বহুনির্বাচনি প্রশ্ন (১১-২০) : অধ্যায় ১ | ইসলাম ও নৈতিক শিক্ষা - নবম শ্রেণি
নবম শ্রেণির পড়াশোনা
অধ্যায় ১
১১. ‘আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম’—এটি কার বাণী?
ক. মহান আল্লাহ তায়ালার
খ. মহানবি (সা.)-এর
গ. জিব্রাইল (আ.)-এর
ঘ. আদম (আ.)-এর
১২. ‘দ্বীন’ শব্দের অর্থ কী?
ক. দিবস খ. শান্তি
গ. জীবনব্যবস্থা ঘ. কর্মপদ্ধতি
১৩. কোন দুটি বিষয়ের সমন্বয়ে জীবনকে সার্বিকভাবে গড়ে তোলা সম্ভব?
ক. ইমান ও তাকওয়া
খ. ইমান ও আমানত
গ. ইমান ও আদল
ঘ. ইমান ও ইসলাম
১৪. ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় কী?
ক. তাকওয়া খ. ইহসান
গ. তাওহিদ ঘ. তালিম
১৫. আল্লাহ তায়ালার বিশেষ সৃষ্টি কারা?
ক. মহানবি (সা.) খ. নবিগণ
গ. রাসুলগণ ঘ. ফেরেশতাগণ
১৬. ফেরেশতাগণ কিসের তৈরি?
ক. আলোর খ. নূরের
গ. মাটির ঘ. পাথরের
১৭. ‘তাকদির’ শব্দের অর্থ কী?
ক. ভাগ্য খ. সুফল
গ. সন্তুষ্টি ঘ. পুরস্কার
১৮. ইমান মানুষের অন্তরে কী সৃষ্টি করে?
ক. সমাজে প্রতিষ্ঠিত হওয়ার বাসনা
খ. শ্রেষ্ঠ ব্যক্তিতে পরিণত হওয়ার ইচ্ছা
গ. আল্লাহ তায়ালার প্রতি অনুরাগ ও তাঁর সন্তুষ্টি লাভের বাসনা
ঘ. সম্মান ও মর্যাদা লাভের আকাঙ্ক্ষা
১৯. কোন ব্যক্তি সর্বদা মানবিকতা ও নৈতিকতার ধারক হয়?
ক. সত্যবাদী খ. মজলুম
গ. মুমিন ঘ. মুজাহিদ
২০. ‘তাওহিদ’ শব্দের অর্থ কী?
ক. অংশীদার খ. আনুগত্য
গ. একত্ববাদ ঘ. দায়িত্ব
সঠিক উত্তর
অধ্যায় ১: ১১.ক ১২.গ ১৩.ঘ ১৪.গ ১৫.ঘ ১৬.খ ১৭.ক ১৮.গ ১৯.গ ২০.গ
নূরে আলম ফেরদৌস, উপাধ্যক্ষ, বিএএফ শাহীন কলেজ, ঢাকা