স্বদেশ
১. প্রশ্ন: গ্রাম-বাংলার কোন ছবিটি আমাদের চেনা?
উত্তর: চিরসবুজের দেশ আমাদের এই বাংলাদেশ। স্নিগ্ধ-শ্যামল প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরা এই দেশের গ্রাম। কোথাও অবারিত ফসলের মাঠ, কোথাও বন-পাহাড়, আবার কোথাও বা আঁকাবাঁকা নদী, নদীর জোয়ার, নদীতে ভেসে চলা সারি সারি নৌকা। শস্য-শ্যামলা আর নদী আঁকা গ্রাম-বাংলার এই ছবিটি আমাদের চেনা।
২. প্রশ্ন: কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না?
উত্তর: সুজলা, সুফলা, শস্য-শ্যামলা আমাদের এই বাংলাদেশ। এ দেশের মাঠে মাঠে ফলানো নানা ধরনের ফসল, গাছে গাছে পাখপাখালি, আঁকাবাঁকা অসংখ্য বহতা নদী আর বন-পাহাড়ের অপরূপ সৌন্দর্যের ছবি শিল্পী রংতুলি দিয়ে আঁকেন। শিল্পীর আঁকা এসব ছবি কখনো কখনো বিক্রি হয়। অনেক দাম দিয়ে অনেকে কিনে নেন। কিন্তু শান্ত-শ্যামলা প্রকৃতির মনজুড়ানো ছবিটি টাকা দিয়ে কেনা যায় না। এই ছবি চোখ বুঝে ও মনের মধ্যে অনুভব করা যায়।
খন্দকার আতিক, শিক্ষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা