শিখন অভিজ্ঞতা-১
২১. প্রশ্ন: রেড জায়ান্ট কী?
উত্তর: জ্বালানি শেষ হয়ে যাওয়ার পর যখন নক্ষত্র ফুলেফেঁপে নিষ্প্রভ হয়ে যায়, তখন মৃত নক্ষত্রের পরবর্তী এই অবস্থাই হলো রেড জায়ান্ট।
২২. প্রশ্ন: হোয়াইট ডোয়ার্ফ কী?
উত্তর: আলোহীন নিষ্প্রভ নক্ষত্রের অবশেষই হোয়াইট ডোয়ার্ফ।
২৩. প্রশ্ন: নক্ষত্রের জ্বালানি শেষ হওয়ার পর যে বিশাল বিস্ফোরণ ঘটে, তাকে কী বলে?
উত্তর: সুপারনোভা বিস্ফোরণ।
২৪. প্রশ্ন: ব্ল্যাকহোল নামকরণের কারণ কী?
উত্তর: ব্ল্যাকহোলের আকর্ষণ এতটাই শক্তিশালী যে সেখান থেকে আলো পর্যন্ত বের হতে পারে না। সে জন্য এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাকহোল।
২৫. প্রশ্ন: নক্ষত্রমণ্ডলীর আকারের ভিত্তিতে আকাশকে কত ভাগে ভাগ করা হয়েছে?
উত্তর: ১২ ভাগে ভাগ করা হয়েছে।
২৬. প্রশ্ন: আমাদের বাংলা মাসগুলো কিসের সঙ্গে সম্পর্ক রেখে তৈরি করা হয়েছে?
উত্তর: নক্ষত্রমণ্ডলীর উদয়ের সঙ্গে সম্পর্ক রেখে।
২৭. প্রশ্ন: জ্যোতিষচর্চার ক্ষেত্রে কী ব্যবহার করে একজনের রাশি নির্ণয় করা হয়?
উত্তর: জ্যোতিষচর্চার ক্ষেত্রে কার জন্মক্ষণে কোন নক্ষত্রমণ্ডলী উদিত হচ্ছিল, সেটা ব্যবহার করে একজনের রাশি নির্ণয় করা হয়।
২৮. প্রশ্ন: নক্ষত্রমণ্ডলী ব্যবহার করে ভাগ্য নির্ণয়ের কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কী?
উত্তর: নক্ষত্রমণ্ডলী ব্যবহার করে ভাগ্য নির্ণয়ের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।
২৯. প্রশ্ন: রাতের আকাশের কোন দিকে সপ্তর্ষিমণ্ডল দেখা যায়?
উত্তর: উত্তর দিকে।
৩০. প্রশ্ন: সপ্তর্ষিমণ্ডল সারা বছর কোন তারার চারদিকে ঘড়ির কাঁটার মতো ঘুরছে?
উত্তর: ধ্রুবতারার।
মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা