ভর্তি—ভিকারুননিসা, ঢাকা বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাউবি
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি
∎ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে সব শাখায় শিক্ষার্থী ভর্তি করা হবে।
∎ মাধ্যম: বাংলা ও ইংলিশ ভার্সন (দিবা ও প্রভাতি শাখা)।
∎ অনলাইনে আবেদনের শেষ তারিখ: ৬ ডিসেম্বর, বিকেল ৫টা।
∎ লটারির তারিখ ১৩/১২/২০২২।
∎ অনলাইনে আবেদনের লিংক: gsa.teletalk.com.bd
ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি
∎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৩ সালে সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
∎ আবেদনের শেষ তারিখ: ৮ ডিসেম্বর ২০২২।
∎ ভর্তি পরীক্ষা: ১৭ ডিসেম্বর।
∎ আবেদন ফরম পাওয়া যাবে: SWED অফিসে।
∎ যোগাযোগ: ০১৭২৯০৯৫৭৭৬।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম
∎ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইইই বিভাগে ইভিনিং মাস্টার্স প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
∎ আবেদনের শেষ তারিখ: ২১ ডিসেম্বর ২০২২।
∎ ভর্তি পরীক্ষা: ২৩ ডিসেম্বর।
∎ তথ্য জানতে ওয়েবসাইট: eeeiu.blogspot.com
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রাম
∎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগে এমএসজিইডি প্রোগ্রামে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।
∎ আবেদনের শেষ তারিখ: ২৩ ডিসেম্বর ২০২২।
∎ ভর্তি পরীক্ষা: ৩০ ডিসেম্বর।
∎ ওয়েবসাইট: geography-juniv.edu.bd