অধ্যায় ৪
৩১. ধর্মপালের প্রধানমন্ত্রীর নাম কী ছিল?
ক. বর্মণ খ. দেবপাল
গ. ঋগবেদ ঘ. গর্গ
৩২. সোমপুর বিহার কোন জেলায় অবস্থিত?
ক. পাবনা খ. নওগাঁ
গ. ঢাকা ঘ. রংপুর
৩৩. মহীপালের রাজত্বকাল কোনটি?
ক. ৯৯৩—১০৪১ খ্রিষ্টাব্দ
খ. ৯৯৪—১০৪২ খ্রিষ্টাব্দ
গ. ৯৯৫—১০৪৩ খ্রিষ্টাব্দ
ঘ. ৯৯৬—১০৪৪ খ্রিষ্টাব্দ
৩৪. মহীপালের রাজত্বকাল ছিল কত বছর?
ক. ৪০ বছর খ. ৪৫ বছর
গ. ৫০ বছর ঘ. ৫৫ বছর
৩৫. কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন?
ক. নারায়ণ পাল খ. মহীপাল
গ. দিব্য ঘ. আরাম শাহ
৩৬. দ্বিতীয় মহীপালকে হত্যা করে বরেন্দ্র অঞ্চলের ক্ষমতা গ্রহণ করেন কে?
ক. দ্বিতীয় শূরপাল খ. আরাম শাহ
গ. রামপাল ঘ. দিব্য
৩৭. পাল বংশের সর্বশেষ শাসক কে ছিলেন?
ক. দ্বিতীয় মহীপাল খ. রামপাল
গ. ধর্মপাল ঘ. মদনপাল
৩৮. ‘রামচরিত’ গ্রন্থটি কার লেখা?
ক. সন্ধ্যাকর নন্দী খ. বিজয় নন্দী
গ. হরপ্রসাদ শাস্ত্রী ঘ. কৌটিল্য
৩৯. মহীপাল প্রতিষ্ঠা করেন—
i. রংপুর জেলার মাহীগঞ্জ শহর
ii. বগুড়া জেলার মহীপুর শহর
iii. দিনাজপুর জেলার মাহীসন্তোষ শহর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. দক্ষিণ–পূর্ব বাংলা কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল?
ক. পুণ্ড্র খ. সমতট
গ. হরিকেল ঘ. বঙ্গ
সঠিক উত্তর
অধ্যায় ৪: ৩১.ঘ ৩২.খ ৩৩.গ ৩৪.গ ৩৫.গ ৩৬.ঘ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.ঘ ৪০.ঘ
আযীযুন নাহার, প্রভাষক, উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা