কবিতা
প্রিয় শিক্ষার্থী, প্রথমে কবিতাটি পড়ব। পরে কবিতাটির পুরো বাংলা অনুবাদ বুঝে পড়ব।
My Books
I love my books.
They are the homes
Of queens and fairies,
Knights and gnomes.
Each time I read I make a call
On some quaint person large or small.
Who welcomes me with a hearty hand
And leads me through his wonderland.
Each book is like
A city street
Along whose winding
Way I meet
New friend’s and old who laugh and sing
And take me off adventuring.
বাংলা অনুবাদ:
আমার বই
আমি আমার বইগুলো ভালোবাসি
তারাই রানি এবং পরিদের,
সাহসী এবং সম্মানিত ব্যক্তি
ও বামনদের বাড়ি,
যতবার পড়ি, ততবার ভাবি
বড় বা ছোট কিছু মজার মানুষকে নিয়ে,
যে আমাকে উদাত্ত আহ্বান জানায়,
আমাকে তার বিস্ময়কর দেশে নিয়ে যায়।
প্রতিটি বই শহরের আঁকাবাঁকা রাস্তার মতো
যেখানে আমার দেখা হয়
নতুন ও পুরোনো বন্ধুদের সঙ্গে।
তারা হাসে ও গান করে,
আমাকে দুঃসাহসিক কাজে নিয়ে যায়।
এখন কবিতাটির মূলভাব জানব।
ইকবাল খান, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা