[পূর্ববর্তী লেখার পর]
একাত্তরের দিনগুলি
৮. সদরঘাট ও সোয়ারী ঘাটে দাঁড়ানো যায় না, কিসের দুর্গন্ধে?
ক. ময়লার খ. মরা পশুর
গ. লাশের ঘ. পচা পানির
৯. ‘শুভর শখ হলো বাগান করা।’ শুভর সঙ্গে ‘একাত্তরের দিনগুলি’ রচনার কোন চরিত্রের মিল রয়েছে?
ক. জামীর খ. করিমের
গ. লেখিকার ঘ. রুমীর
১০. কার মার্সি পিটিশনের জন্য আবেদন করার কথা হচ্ছিল?
ক. লেখিকার খ. শরীফের
গ. রুমীর ঘ. জামীর
১১. ‘একাত্তরের দিনগুলি’তে বাগানসম্পর্কিত বর্ণনা আছে কত তারিখে?
ক. ১০ই মে খ. ১১ই মে
গ. ১২ই মে ঘ. ১৩ই মে
১২. ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বর শরীফের বন্ধু–বান্ধব কী নিয়ে নানা রকম চিন্তাভাবনা করছিল?
ক. রুমীকে ছাড়িয়ে আনার ব্যাপারে
খ. মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করার ব্যাপারে
গ. নিজেদের নিরাপত্তার ব্যাপারে
ঘ. গেরিলা তৎপরতা বাড়ানোর ব্যাপারে
১৩. তোমার বাগানে যদি ‘পাসকালি’ নামক গোলাপ ফুল ফোটে, তাহলে তার রং কী হবে?
ক. কালচে মেরুন খ. হলুদ
গ. ফিকে বেগুনি ঘ. সাদা
১৪. লেখিকার বাগানের কোন গাছটায় কলি এসেছে?
ক. বনি প্রিন্সের খ. পিস এর
গ. সিমোনের ঘ. ল্যাভেন্ডারের
১৫. ‘চরমপত্র’ বলতে কী বোঝায়?
ক. আদেশ খ. উপদেশ
গ. অনুরোধ ঘ. জিজ্ঞাসা
১৬. জাহানারা ইমামের স্বামী শরীফ মাসখানেক আগে পত্রিকায় কার কথা পড়েছিলেন?
ক. হামিদুর রহমানের
খ. মতিউর রহমানের
গ. নূর মোহাম্মদের
ঘ. মুন্সী আব্দুর রউফের
সঠিক উত্তর
৮.গ ৯.গ ১০.গ ১১.ক ১২.ক ১৩.ঘ ১৪.ক ১৫.খ ১৬.খ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
[পরবর্তী দিনের লেখা]