সপ্তম শ্রেণি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | অধ্যায় ২ : বহুনির্বাচনি প্রশ্ন (১-১০)

সপ্তম শ্রেণির পড়াশোনা

অধ্যায় ২

১. কম্পিউটারে বহুল ব্যবহৃত ইনপুট যন্ত্রটি কী?

ক. কি-বোর্ড খ. স্ক্যানার

গ. ওএমআর ঘ. ওসিআর

২. মাউসকে কী বলা হয়?

ক. কি-বোর্ডের বিকল্প খ. টাচপ্যাড

গ. পয়েন্টিং ডিভাইস ঘ. পয়েন্টার

৩. কম্পিউটার মনিটরের পর্দায় মাউসের অবস্থান দেখা যায় কীভাবে?

ক. মাউসটি নড়াচড়া করে

খ. তিরের ফলার মতো একটি পয়েন্টারের মাধ্যমে

গ. পয়েন্টার অনেক বড় করে

ঘ. পয়েন্টার অনেক ছোট করে

৪. প্রথম দিকে ডিজিটাল ক্যামেরা কী কাজে ব্যবহৃত হতো?

ক. পরীক্ষাগারে

খ. মহাকাশ গবেষণায়

গ. স্টিল ছবি তোলার কাজে

ঘ. ভিডিও করার কাজে

৫. অপরাধী শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক. স্পিকার খ. প্রিন্টার

গ. মাইক্রোফোন ঘ. ওয়েবক্যাম

৬. OMR-এর পূর্ণরূপ কী?

ক. Operational Mark Reader

খ. Optical Mark Reader

গ. Optimum Mark Reader

ঘ. Optical Mark Range

৭. OMR কীভাবে তথ্য বুঝতে পারে?

ক. আলোর ব্যতিচার বিচার করে

খ. আলোর প্রতিফলন বিচার করে

গ. আলোর প্রতিসরণ বিচার করে

ঘ. আলোর প্রতিফলন এবং প্রতিসরণ বিচার করে

৮. তথ্যের ধারক কোনটি?

ক. প্রিন্টার খ. মনিটর

গ. মেমোরি ঘ. প্লটার

৯. ROM-এর পূর্ণরূপ কোনটি?

ক. Random Only Memory

খ. Read Only Memory

গ. Readable Only Memory

ঘ. Random Only Memory

১০. RAM-এর পূর্ণরূপ কোনটি

ক. Random accessiable Memory

খ. Read Access Memory

গ. Random Access Memory

ঘ. Read accessibalbe Memory

সঠিক উত্তর

অধ্যায় ২: ১.ক ২.গ ৩.খ ৪.খ ৫.ঘ ৬.খ ৭.খ ৮.গ ৯.খ ১০.গ

মো. আবু সুফিয়ান, শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা